চকলেট প্যানকেক

Asma Akter Tuli
Asma Akter Tuli @Asma_tuli
Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

  1. 1 কাপময়দা
  2. 1 টিডিম
  3. কোকো পাউডার পরিমানমত
  4. 1/4 কাপতেল
  5. 1 টে চামচগুরা দুধ
  6. 1 টে চামচতরল দুধ
  7. 1/2 চা চামচবেকিং পাউডার
  8. 1 কাপচিনি
  9. 1/4 চা চামচলবণ

রান্নার নির্দেশ

  1. 1

    চিনি ও ডিম একসাথে ফেটিয়ে নিন,তারপর 1 টে চামচ কোকো পাউডার,গুরা দুধ,সব উপকরন একসাথে ভাল করে মিশিয়ে নিব,আমি কাটা চামচেই মিশয়েছি

  2. 2

    এরপর চোলায় পেন গরম করে আধা চা চামচ তেল ব্রাশ করে একটি টিস্যু দিয়ে পুরু পেন মুছে দিব,এক হাতা গোলা পেন এ দিয়ে ঢেকে দিব তারপর পিঠার কালার চেন্জ হয়ে আসলে উল্টিয়ে দিয়ে নিচের পাশ হয়ে গেলে নামিয়ে নিব

  3. 3

    একটি বাটিতে 3 টে চামচ কোকো পাউডার ও 1 টে চামচ চিনি ও পানি দিয়ে মিশয়ে চুলায় লো আচে নারতে থাকব,কোকোটা ঘন হয়ে আসলে একটি কেক মাঝখান কেটে একটি কেকের উপর চকলেট গোলা লাগিয়ে বাকি অরৃধেকটা কেক বসিয়ে দিব

  4. 4

    খুবই মজার চকলেট প্যানকেক।

Edit recipe
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Asma Akter Tuli
Asma Akter Tuli @Asma_tuli

Similar Recipes