পাস্তা (Pasta recipe in bengali)

Moumita Kundu
Moumita Kundu @moumita_13

#KS
আমি আজ kid's special উপলক্ষে পাস্তা তৈরি করেছি। এটা বাচ্চাদের জন্য খুবই আদর্শ। বাচ্চারা তো একটু মুখরোচক খাবার খেতে ভালোবাসে তাই এটা করলাম।

পাস্তা (Pasta recipe in bengali)

#KS
আমি আজ kid's special উপলক্ষে পাস্তা তৈরি করেছি। এটা বাচ্চাদের জন্য খুবই আদর্শ। বাচ্চারা তো একটু মুখরোচক খাবার খেতে ভালোবাসে তাই এটা করলাম।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

১o মিনিট
২ জন
  1. ২ কাপ পাস্তা সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি
  2. ১.৫ চা চামচ সোয়া সস
  3. ১ চা চামচ গ্রীন চিলি সস
  4. ১ চা চামচ রেড চিলি সস
  5. ১ চা চামচ সেজোয়ান সস
  6. ২.৫চা চামচ টমেটো সস
  7. ১/২ চা চামচ চিলি ফ্লেক্স
  8. ১ টা ছোট পেঁয়াজ,
  9. ১ টা ছোট ক্যাপ্সিকাম,
  10. ১ টা ছোট গাজর কেটে নিয়
  11. স্বাদ মতনুন
  12. প্রয়োজন মত সাদা তেল

রান্নার নির্দেশ

১o মিনিট
  1. 1

    প্রথমে গ্যাসে একটা ফ্রাইং পান বসিয়ে তাতে তেল দিয়ে গরম হতেই ওই সবজি গুলো ভেজে তুলে নিয়েছি।

  2. 2

    এবার ওই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তা গুলো দিয়ে একটু নাড়া চাড়া করে নিয়েছি।

  3. 3

    এবার তাতে সব রকম সস্ দিয়ে ভালো করে নাড়া চাড়া করে নিয়েছি।

  4. 4

    এবার তাতে ওই ভেজে রাখা সবজি গুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি।

  5. 5

    এবার তাতে অল্প নুন আর চিলি ফেলস্ক দিয়ে পুরোটা ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Moumita Kundu
Moumita Kundu @moumita_13

Similar Recipes