স্পাইসি পাস্তা

Shikha Paul
Shikha Paul @shikhapaul777

স্পাইসি পাস্তা

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

২০মিনিট
৪জন
  1. ২৫০ গ্রাম পাস্তা
  2. ১টেবিল চামচ রসুন কুচি
  3. ২টেবিলচামচ পেঁয়াজ কুচি
  4. ২টেবিল চামচবাটার / তেল
  5. ১/২ কাপ টমেটো সস
  6. ১/২ চা চামচ গোল মরিচ গুড়ো
  7. ১/২ চা চামচ চিলি ফ্লেক্স
  8. ১চা চামচ মরিচ গুড়ো
  9. ১/২ কাপ দুধ
  10. ১/২ কাপ সসেজ কুচি
  11. মোজারেলা চিজ
  12. অরিগানো
  13. পরিমাণ মতলবণ

রান্নার নির্দেশ

২০মিনিট
  1. 1

    পাস্তা ফুটন্ত গরম জলে লবণ ও সামান্য তেল দিয়ে সিদ্ধ করে নিতে হবে।

  2. 2

    প্যানে বাটার দিয়ে রসুন কুচি দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে।

  3. 3

    এখন এর মধ্যে সসেজ কুচি দিয়ে নেড়েচেড়ে লবণ টমেটো সস চিলি ফ্লেক্স মরিচ গুড়ো গোল মরিচ গুড়ো দিয়ে নাড়াচাড়া করে দুধ ঢেলে দিতে হবে।

  4. 4

    ফুটে উঠলে গ্রেট করা চিজ ও অরিগানো ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Shikha Paul
Shikha Paul @shikhapaul777

Similar Recipes