সুজির হালুয়া

Shajia Afreen
Shajia Afreen @cook_27298703

#bdfoodclub
সুজির হালুয়া অনেকের বেশ পছন্দের, এটি রুটি, পরোটা কিংবা লুচি সবকিছুর সাথে খাওয়া যায়। এটি এমন একটি হালুয়া যেটা তৈরি হতে খুবই কম সময় লাগে। ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই তৈরি করা যায় মজাদার এই খাবার।

সুজির হালুয়া

#bdfoodclub
সুজির হালুয়া অনেকের বেশ পছন্দের, এটি রুটি, পরোটা কিংবা লুচি সবকিছুর সাথে খাওয়া যায়। এটি এমন একটি হালুয়া যেটা তৈরি হতে খুবই কম সময় লাগে। ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই তৈরি করা যায় মজাদার এই খাবার।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

২০/২৫ মিনিট
৪ জন
  1. ১ কাপ সুজি
  2. ১ কাপ চিনি
  3. পরিমান মতঘি
  4. ২ টুকরো দারচিনি
  5. ২ টি এলাচ
  6. কিসমিস ও বাদাম কুঁচি
  7. ১ কাপকুসুম গরম পানি

রান্নার নির্দেশ

২০/২৫ মিনিট
  1. 1

    কড়াইতে তেল এবং ঘি (ইচ্ছা) গরম করে তাতে সুজি ভাঁজুন। এই পর্যায়ে এলাচ ও দারুচিনি দিয়ে দিন।
    দেখবেন আস্তে আস্তে সুজির রঙ পরিবর্তন হয়ে যাবে। হলদে ভাব এসে গেলে কুসুম গরম পানি দিয়ে দিন।
    এরপর এর মধ্যে চিনি দিয়ে ভালকরে নেড়ে নেড়ে সুজি রান্না করতে থাকুন।

  2. 2

    এবার যতক্ষণ না সুজি পানি সম্পূর্ণ শুষে না নেয় ততক্ষণ রান্না করুন। হালকা আঁচে খুন্তি দিয়ে বার বার নাড়াতে থাকুন। সুজির পানি শুকিয়ে প্যান থেকে ছেড়েছেড়ে আসলে চুলা থেকে নামিয়ে নিন।

  3. 3

    সবশেষে সুজির উপরে বাদাম কুঁচি এবং কিসমিস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। গরম কিংবা ঠান্ডা যেভাবে ইচ্ছা খেতে পারেন। তবে হালুয়া গরম গরমই ভাল লাগে।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Shajia Afreen
Shajia Afreen @cook_27298703

Similar Recipes