দুধ ও ময়দার হালুয়া। Milk and flour halwa

C Naseem A
C Naseem A @afshanakhtar

নানা রকমের হালুয়ার মধ‍্যে একটি সহজ ও সুস্বাদু হালুয়া হচ্ছে দুধ ও ময়দার হালুয়া যার উপকরণগুলো সব সময়েই হাতের কাছে থাকে। এই হালুয়া রুটি বা পরটা দিয়ে খেতে খুবই ভালো লাগে।

দুধ ও ময়দার হালুয়া। Milk and flour halwa

নানা রকমের হালুয়ার মধ‍্যে একটি সহজ ও সুস্বাদু হালুয়া হচ্ছে দুধ ও ময়দার হালুয়া যার উপকরণগুলো সব সময়েই হাতের কাছে থাকে। এই হালুয়া রুটি বা পরটা দিয়ে খেতে খুবই ভালো লাগে।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

১ ঘন্টা।
৬/৭ জন।
  1. গুড়া দুধ-১ কাপ।
  2. চিনি-১ কাপ।
  3. ময়দা-১/২ কাপ।
  4. কন্ডেন্সড মিল্ক-১/২ কাপ।
  5. তেল-১/২ কাপ।
  6. ঘি-১/২ কাপ।
  7. দারচিনি, এলাচি-২/৩ টা ও টুকরা।
  8. জাফরান- এক চিমটি।
  9. গোলাপ জল-১ চা চা।
  10. কিশমিশ, পেস্তা, কাঠ বাদাম-৪/৫ টা, বাদাম কুচি করা।
  11. পানি -১ কাপ।

রান্নার নির্দেশ

১ ঘন্টা।
  1. 1

    যে পাত্রে রান্না করবেন সেই পাত্রে ঘি, জাফরান ও বাদাম কিশমিশ ছাড়া সব কিছু একসাথে নিয়ে হাত দিয়ে বা হুইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন যেন কোন দলা না থাকে। এবার চুলায় বসিয়ে মাঝারী আঁচে নেড়ে নেড়ে রান্না করতে থাকুন। নাড়া থামাবেন না।

  2. 2

    নাড়তে নাড়তে যখন পানি টেনে থকথকে হয়ে আসবে তখন আধা কাপ ঘি থেকে অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকুন। ঘি যখন টেনে আসবে আবার একটু ঘি দেবেন ও অনবরত নাড়তে থাকুন।

  3. 3

    মঝখানে পেস্তা বাদাম কিশমিশ জাফরান ও গোলাপ জল দিয়ে দেবেন। ইচ্ছে হলে এসময় হালকা হলুদ রঙ ও মেশাতে পারেন। এভাবে ঘি দিতে দিতে যখন হালুয়া পাত্রের তলা ছেড়ে আসবে তখন ঘি দেওয়া বন্ধ করবেন। সব ঘি নাও লাগতে পারে। আরো কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে নেবেন। পরটা বা রুটির সাথে গরম গরম হালুয়া উপভোগ করুন!

  4. 4
  5. 5
Edit recipe
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
C Naseem A
C Naseem A @afshanakhtar

মন্তব্যগুলি

Similar Recipes