চিকেন এগ নুডুলস 🙂

Maria Binte Shanta
Maria Binte Shanta @cook_28771811

চিকেন এগ নুডুলস 🙂

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

৩০-৩৫ মিনিট।
৪ জনের জন্য।
  1. ১ প্যাকেট কোকোলা নুডুলস,
  2. ১ কাপ চিকেন কিমা,
  3. ২ টা ডিম,
  4. ২ টা ম্যাগি মেজিক মসলা,
  5. ১ কাপ পিঁয়াজ ও কাঁচামরিচ কুচি,
  6. স্বাদ মতো লবণ ও তেল।

রান্নার নির্দেশ

৩০-৩৫ মিনিট।
  1. 1

    প্রস্তুত প্রণালীঃ
    প্রথমে একটি পাত্রে গরম পানি দিয়ে নুডুলস গুলোকে সিদ্ধ করে নিতে হবে। এরপর নুডলসগুলো ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ছেঁকে রাখতে হবে।

  2. 2

    এবার অন্য একটি কড়াইয়ে সামান্য তেল ফোন করে আগে থেকে গোলমরিচ ও লবণ দিয়ে মেখে রাখা চিকেন দিয়ে ভাল করে ভেজে নিতে হবে।

  3. 3

    এরপর ওই একই কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে ভেজে দুইটা ডিম ভেঙে দিতে হবে। চিকেন কিমা অনুরোধ দিয়ে ভাল করে নাড়তে হবে। নুডুলসের উপর ম্যাগি ম্যাজিক মাসালা দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নিলে রেডি মজাদার চিকেন এগ নুডুলস।

Edit recipe
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি (3)

Cook Today
Maria Binte Shanta
Maria Binte Shanta @cook_28771811

মন্তব্যগুলি

Asia Khanom Bushra
Asia Khanom Bushra @Bushrar_Rannaghor
ওয়াও রেসিপি টি ট্রাই করব আপ্পি♥♥♥

Similar Recipes