ভুনা খিচুড়ি 🙂

Maria Binte Shanta
Maria Binte Shanta @cook_28771811
Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

৪০-৪৫ মিনিট।
৩ জনের জন্য।
  1. ৫০০ গ্রাম চিনিগুড়া পোলাওয়ের চাল,
  2. ১০০ গ্রাম মসুর ডাল,
  3. ১০০ গ্রাম মুগ ডাল,
  4. ৪-৫ টা লবঙ্গ, এলাচ ও দারচিনি,
  5. ১ কাপ পিঁয়াজ কুচি,
  6. ২ চামচ আদা ও রসুন বাটা,
  7. ৬-৭ টা কাঁচা মরিচ,
  8. ১/২ চামচ হলুদ গুড়া,
  9. ১/২ চামচ গরম মসলা গুঁড়া,
  10. ১/২ চামচ জিরা গুঁড়া,
  11. পরিমাণ মতো লবণ ও তেল।

রান্নার নির্দেশ

৪০-৪৫ মিনিট।
  1. 1

    প্রস্তুত প্রণালীঃ :
    প্রথমে মুগডাল গুলো হাল্কা ভেজে ধুয়ে রাখতে হবে। এরপর ডাল এবং চাল একত্র করে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে।

  2. 2

    এবার একটি কড়াইয়ে পরিমাণমতো তেল দিয়ে গোটা মসলা ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভাজতে হবে এরপর আদাবাটা দিয়ে চালডাল গুলো দিয়ে মধ্যে হলুদ, গুঁড়া জিরা,গুঁড়া গরম মসলা গুঁড়া ও লবণ দিয়ে ভাজতে হবে। এবার আগে থেকে গরম করা পানি পরিমাণমতো ঢেলে অল্প আছে রান্না করে নিতে হবে।

  3. 3

    এবার পছন্দ মত সাজিয়ে পরিবেশন করুন গরম গরম ভুনা খিচুড়ি।

Edit recipe
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Maria Binte Shanta
Maria Binte Shanta @cook_28771811

Similar Recipes