চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া ভাজি।

C Naseem A
C Naseem A @cook_26638784

মিষ্টি কুমড়া পুষ্টি ও ভিটামিনে ভরপূর একটি সুস্বাদু সবজী। যেহেতু খোসা সহ রান্না করতে হবে তাই আমি মিষ্টি কুমড়ার একটি সহজ ডিশ তৈরী করলাম।
#Cookeverypart

চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া ভাজি।

মিষ্টি কুমড়া পুষ্টি ও ভিটামিনে ভরপূর একটি সুস্বাদু সবজী। যেহেতু খোসা সহ রান্না করতে হবে তাই আমি মিষ্টি কুমড়ার একটি সহজ ডিশ তৈরী করলাম।
#Cookeverypart

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

৩৫ মিনিট।
৫/৬ জন
  1. মিষ্টি কুমড়া- মাঝারি সাইজের অর্ধেক, খোসা সহ টুকরো করা।
  2. কাপ।চিংড়ি মাছ-~
  3. বড় ১ টা।পেঁয়াজ কুচি-
  4. ১/২ চা চা।মরিচগুঁড়া -
  5. ১/২ চা চা।ধনেগুঁড়া -
  6. ২ চা চা।হলুদগুঁড়া -~
  7. ১চা চা।পাঁচফোড়ন -
  8. ৪/৫ টি।কাঁচা মরিচ -
  9. ১টে চা।ধনেপাতা কুচি-
  10. ২টে চা।তেল-
  11. লবণ- স্বাদমত।
  12. পানি- সামান্য।

রান্নার নির্দেশ

৩৫ মিনিট।
  1. 1

    চূলায় কড়াই দিয়ে তেল দিন। তেল গরম হলে পাঁচফোড়ন দিন। ফুটে উঠলে পেঁয়াজ দিন। পেঁয়াজ নরম হলে সব গুঁড়া মশলা দিন ও সামান্য পানি দিয়ে কষান। মশলা কষানো হলে এতে চিংড়ি মাছ দিন।

  2. 2

    পাঁচ মিনিট চিংড়ি কষিয়ে মিষ্টি কুমড়ার টুকরোগুলো ও লবণ দিয়ে নেড়ে ঢেকে দিন। মাঝারী আঁচে রান্না করবেন।
    মাঝে মাঝে নেড়ে দেবেন। কোন পানি দেওয়ার সাধারণত দরকার পড়ে না, নিজের পানিতেই সিদ্ধ হয়। পনেরো মিনিট পরে কয়টা কাঁচা মরিচ ও কিছু ধনে পাতা দিয়ে নেড়ে ঢেকে দিন ও আঁচ একটু কমিয়ে দিন। আরো দশ মিনিটের মধ‍্যেই এটা তৈরী হয়ে যাবে। নামানোর আগে লবণ চেখে বাকী মরিচ ও ধনেপাতা দিয়ে ঢেকে দেবেন।

  3. 3

    এই ভাজি দুপুরের বা রাতের খাবার দুটোতেই পরিবেশন করতে পারবেন।

  4. 4
Edit recipe
See report
শেয়ার
Cook Today
C Naseem A
C Naseem A @cook_26638784

Similar Recipes