Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

৩০ মিনিট
৫-৬ জন
  1. ৩ কাপ চাল
  2. পরিমাণ মতপানি
  3. ৩ টেবিল চামচ সয়াসস
  4. ২টেবিল চামচ ওয়সটার সস
  5. ১টেবিল চামচ টমেটো সস
  6. ১/২টেবিল হোয়াইট ভিনেগার
  7. ডিম ৬টা
  8. পরিমাণ মতলবন
  9. ১/২টেবিল চামচ গোল মরিচের গুড়া
  10. ২টেবিল চামচ রসুন কুচি
  11. ১/৪কাপ পিয়াজ কুচি
  12. ২টেবিল চামচ কাচা মরিচ কুচি
  13. ১/২কাপ গাজর কুচি
  14. ১/৪কাপ বরবটি কুচি
  15. ১/৪কাপ বাধাকপি কুচি
  16. লাল সবুজ ক্যাপসিকাম কুচি ১কাপ
  17. ২টেবিল চামচ চিকেন পাউডার

রান্নার নির্দেশ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে বাসমতি চালের ভাত করে নিতে হবে। চালটা ৭০%সেদ্ধ করে নামিয়ে ঠান্ডা করে নিবো।

    তারপর ডিমগুলো ফাটিয়ে লবন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটে নিতে হবে।
    তারপর অমলেট করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে।

  2. 2

    তারপর কড়াইতে তেল দিতে হবে।
    তেল গরম হয়ে এলে তার মধ্যে রসুন কুচি দিতে হবে।
    এরপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজতে হব

  3. 3

    এরপর সবজি গুলো দিতে হবে।স্বাদমতো লবন দিয়ে ২-৩ মিনিট ভেজে নিতে হবে।

  4. 4

    ভাজা হয়ে গেলে সস গুলো দিয়ে দিতে হবে।
    একটু ভালো করে নেড়ে নিতে হবে।
    তারপর বাসমতি চালের ভাত তারমধ্যে দিয়ে দিতে হবে।

    ভাতটাকে ভালো করে ভেজে নিতে হবে।

  5. 5

    ভাতটা ভাজা হয়ে গেলে তারমধ্যে ডিম ভাজা দিয়ে দিতে হবে এরপর ১চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে আবার ভালো করে ভেজে নিতে হবে।
    ব্যাস গরম গরম এগ ফ্রাইড রাইস তৈরি।

Edit recipe
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Suraya Akhter Runi
Suraya Akhter Runi @suru645789765a
বাংলাদেশ

Similar Recipes