টমেটোর চাটনি(Tomator chatni recipe in Bengali)

Sampa Sardar. আমি কুকপ্যাড বাংলার একটা অংশ যে কমিউনিটি ঐতিহ্যবাহী বাংলার রন্ধনপ্রণালীকে সংরক্ষন করার কাজ চালিয়ে যাচ্ছে।
Sampa Sardar. আমি কুকপ্যাড বাংলার একটা অংশ যে কমিউনিটি ঐতিহ্যবাহী বাংলার রন্ধনপ্রণালীকে সংরক্ষন করার কাজ চালিয়ে যাচ্ছে। @cook_sampa1974

#ebook2
সরস্বতী পূজোয় ভোগের খিচুড়ির সাথে বিভিন্ন রকম ভাজা, তরকারির সাথে টমেটোর চাটনি ও বানানো হয়ে থাকে।

টমেটোর চাটনি(Tomator chatni recipe in Bengali)

#ebook2
সরস্বতী পূজোয় ভোগের খিচুড়ির সাথে বিভিন্ন রকম ভাজা, তরকারির সাথে টমেটোর চাটনি ও বানানো হয়ে থাকে।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

4 জন
  1. 4 টে বড়পাকা টমেটো সাইজ টুকরো করে কাটা
  2. 6 - 8 টাখেজুর বীজ ফেলে লম্বা করে কাটা
  3. 8-10 টাকাজু
  4. 8-10 টাকিসমিস
  5. 1/2 চা চামচপাঁচফোড়ন
  6. 2 টোশুকনো লঙ্কা
  7. 1/4 কাপচিনি
  8. স্বাদমতনুন
  9. 1 চা চামচলেবুর রস
  10. 1 চা চামচধনে, জিরে, শুকনো লঙ্কা,তেজপাতা শুকনো ভেজে গুঁড়ো করা
  11. 1 চা চামচসর্ষের তেল
  12. 1/2 কাপআমসত্ব ছোট করে টুকরো করা

রান্নার নির্দেশ

  1. 1

    প্রথমে একটা কড়ায় তেল গরম করে ওতে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে গন্ধ বেরোলে ওতে টমেটোর টুকরো গুলো দিয়ে একটু নেড়েচেড়ে নুন দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করতে হবে

  2. 2

    এবার টমেটো একটু গলে গেলে ওতে চিনি দিয়ে একটু নেড়ে ওতে খেজুর, আমসত্ব, কাজু আর কিশমিশ দিয়ে ভালোকরে মিশিয়ে আবার ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষন রান্না করতে হবে।

  3. 3

    এবার ওতে লেবুর রস মিশিয়ে কিছুক্ষন নাড়াচাড়া করে ওপরে ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে নিতে হবে। ব্যাস রেডি টু সার্ভ টমেটোর চাটনি।

Edit recipe
See report
শেয়ার
Cook Today

Similar Recipes