সুলতানা'স কিচেন: আনারস এর আচার

Sultana Nurjahan Rosy
Sultana Nurjahan Rosy @cook_29411041

গুণগত মান:
এই করোনা মহামারী তে
শরীরের Immunity
সচেষ্ট রাখার জন্য
আনারস 🍍🍍 খুব ই জরুরি ও আনারস শরীরের জন্য উপকারী!! সর্দি কাশি ও শ্বাসকষ্ঠের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে!!

সুলতানা'স কিচেন: আনারস এর আচার

গুণগত মান:
এই করোনা মহামারী তে
শরীরের Immunity
সচেষ্ট রাখার জন্য
আনারস 🍍🍍 খুব ই জরুরি ও আনারস শরীরের জন্য উপকারী!! সর্দি কাশি ও শ্বাসকষ্ঠের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে!!

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

৪০ মিনিট
  1. ১টাআনারস
  2. ২ টেবিল চামচআদা কুচি:
  3. ১ টেবিল চামচরসুন কুচি
  4. ১ কাপকেপসি কাম
  5. স্বাদ মতোলবন
  6. ৩ টেবিল চামচভেনিগার
  7. ২ টাতেজপাতা: (টুকরো করে)
  8. ২ টুকরোদারুচিনি
  9. ৩ টাএলাচি
  10. ৫ টেবিল চামচচিনি (সিরার জন্য)
  11. ৩ টাশুকনো লঙ্কা টুকরো করে কেটে)!
  12. ১ কাপসরিষার তে
  13. ১ টেবিল চামচফোড়ন
  14. ১ চা চামচসাদাগুলমরিচ গুঁড়া
  15. ১টেবিল চামচপোস্ত বাটা
  16. ১ কাপ চিনির সিরা মেজারম্যান কাপদিয়ে
  17. জাফরান: সামান্য একটু
  18. ১চা চামচকালো জির

রান্নার নির্দেশ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে
    আনারস খোসা ছাড়িয়ে নিয়ে লবণের পানিতে ডুবিয়ে রাখুন ১০মিনিট
    ভালো করে পানিতে ধুয়ে নিন
    এরপর কিউব করে কেটে নিন এবার একটা পাত্রে পানি সিদ্ধ করে নিন

  2. 2


    ভয়েল পানিতে ১০মিনিট সিদ্ধ করে নিন লক্ষ্য রাখতে হবে যেন গলে না যায়।
    এবার নামিয়ে পানি ঝরিয়ে নিন।

  3. 3

    একটা পাত্র চুলায় বসাতে হবে আগুন মিডিয়ামে দিয়ে
    পাত্র গরম হলে
    সরিষার তেল দিন
    আদা কুচি তেজপাতা দারুচিনি এলাচ দিয়ে একটু
    নাড়াচাড়া করে নিন পোস্ত বাটা ও
    রসুন কুচি এবং অন্যান্য মসলা গুলো দিয়ে দিন

  4. 4

    ১০মিনিট ভালো করে কষিয়ে নিন কষানো হয়ে গেলে ক্যাপসিকাম গুলো দিয়ে ৫ মিনিট নেড়ে নিন
    সুগন্ধি টা নাকে লাগলে
    এবার আনারস টা ঢেলে দিন একটু ভালো করে মিশিয়ে নিন মসলার সাথে
    ঢাকনা দিবেন না কারন ঢাকনা থেকে বাষ্প হয়ে
    পানি পড়বে তাই।

  5. 5

    একটু জাফরান ভিজিয়ে রাখা গুলো ভেনিগারের সাথে মিশিয়ে ঢেলে দিন এবার
    চিনির সিরা টা দিয়ে
    নাড়াচাড়া করে পাঁচফোড়ন গুলো দিয়ে নাড়াচাড়া করে
    কালো জিরা দিয়ে এবার
    নামিয়ে ফেলুন।

  6. 6

    ঠান্ডা করে কাঁচের বৈয়ামে
    নিন অনেক দিন সংরক্ষণ করা যাবে!

Edit recipe
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sultana Nurjahan Rosy
Sultana Nurjahan Rosy @cook_29411041

Similar Recipes