চিকেন স্যুপ (Chicken soup recipe in Bengali)

Sudeshna Chakraborty
Sudeshna Chakraborty @cook_17062761

চিকেন স্যুপ (Chicken soup recipe in Bengali)

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

30 মিনিট
4জন কে
  1. 250গ্ৰাম উইথ বোন চিকেন
  2. 1 বাটিগাজর কুচি
  3. 1 বাটিক্যাপ্সিকাম কুচি
  4. 1 বাটিবিনস্ কুচি
  5. 1টেবিল চামচ আদা বাটা
  6. 1টেবিল চামচ গ্ৰেটেট রসুন
  7. 2টো পেঁয়াজ কুচি
  8. 1 চা চামচগোল মোরিচ গুঁড়ো
  9. 1 চা চামচকাঁচা লঙ্কা কুচি
  10. স্বাদ মতো নুন
  11. 1টেবিল চামচ বাটার
  12. 3টেবিল চামচ কর্ণফ্লাওয়ার
  13. 1 টাডিম
  14. 1টেবিল চামচ তেল

রান্নার নির্দেশ

30 মিনিট
  1. 1

    প্রথমে কড়াইতে তেল দিয়ে চিকেন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এবার ওর মধ্যে এক লিটার জল ও পরিমান নুন দিয়ে চিকেন সেদ্ধ হতে দিতে হবে ।ওরমধ্যে আদা ও রসুন দিয়ে ভালো করে সেদ্ধ করতে হবে ।

  2. 2

    চিকেন সেদ্ধ হলে কেটে রাখা ভেজিটেবিলস গুলো দিয়ে সেদ্ধ করতে হবে ।

  3. 3

    এবার কড়াইতে বাটার দিয়ে রসুন ও আদা দায়ে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে ওর মধ্যে সেদ্ধ করা চিকেন সব্জি স্টক সমেত দিতে হবে ।ভালো করে ফুটিয়ে স্বাদ মতো নুন দিতে হবে এবং ডিম ফেটিয়ে দিতে হবে ।

  4. 4

    এবার জলে গুলে রাখা কর্ণফ্লাওয়ার দিয়ে অল্প ফুটিয়ে ওপরে কাঁচা লঙ্কা কুচি ও গোল মরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে গরম খরম পরিবেশন করতে হবে ।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Sudeshna Chakraborty
Sudeshna Chakraborty @cook_17062761

Similar Recipes