কাঁচকলার কাবাব

C Naseem A
C Naseem A @cook_26638784

কাঁচকলা একটি পুষ্টিকর ও স্বাস্থ্যকর সবজী। বাচ্চারা সাধারণত এই সবজী দিয়ে ভাজি বা তরকারী খেতে চায়না। তাই মাঝে মাঝে আমি এই কাঁচকলা দিয়ে কাবাব বা বড়া তৈরী করি যা সবাই বিনা বাক‍্যব‍্যয়ে খেয়ে ফেলে কারন তারা বুঝতেও পারেনা যে তারা কাঁচকলা খাচ্ছে!
#রান্না

কাঁচকলার কাবাব

কাঁচকলা একটি পুষ্টিকর ও স্বাস্থ্যকর সবজী। বাচ্চারা সাধারণত এই সবজী দিয়ে ভাজি বা তরকারী খেতে চায়না। তাই মাঝে মাঝে আমি এই কাঁচকলা দিয়ে কাবাব বা বড়া তৈরী করি যা সবাই বিনা বাক‍্যব‍্যয়ে খেয়ে ফেলে কারন তারা বুঝতেও পারেনা যে তারা কাঁচকলা খাচ্ছে!
#রান্না

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

১/২ ঘন্টা।
৬-৮জন।
  1. ১ কাপ সিদ্ধ কাঁচকলা বা ৪টা কলা।
  2. ১ কাপ সিদ্ধ আলু- বা ২টা মাঝারি সাইজের।
  3. ১ কাপমশুর ডাল বাটা
  4. আধা কাপপেঁয়াজ কুচি
  5. ৩/৪ টাকাঁচা মরিচ কুচি
  6. আধা কাপধনে পাতা কুচি
  7. ১ চা চা করেআদা রশুন পেস্ট
  8. ১ চাচাগরম মশলার গুঁড়া
  9. ১ চা চাঘি
  10. স্বাদমতো।লবণ
  11. তেল- ভাজার জন‍্য প্রয়োজন মত।

রান্নার নির্দেশ

১/২ ঘন্টা।
  1. 1

    চারটা কাঁচ কলা ও দুইটা আলু সিদ্ধ করে ভালো করে চটকে নিন। ডাল বেটে নিন। এবার একটা বাটিতে তেল ছাড়া সব উপকরণ একসাথে নিয়ে ভালো করে মাখিয়ে নিন। হাতের কাছে পুদিনা ও পেঁয়াজ পাতা থাকলে তাও এক টে চা করে দিতে পারেন।

  2. 2

    এবার এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে কাবাবের শেপে বড়া বানিয়ে নিন। ফ্রাই প‍্যানে পরিমান মত তেল দিয়ে মাঝারী আঁচে শ‍্যালো ফ্রাই করে তুলে নিন।

  3. 3

    ব‍্যাস তৈরী হয়ে গেল কাচকলার কাবাব। গরম গরম ভাতের সাথে খেতে দারুন!

Edit recipe
See report
শেয়ার
Cook Today
C Naseem A
C Naseem A @cook_26638784

মন্তব্যগুলি

Similar Recipes