ফ্রেঞ্চ টোস্ট (french toast recipe in Bengali)

Barnali Saha
Barnali Saha @Barnali_23

ফ্রেঞ্চ টোস্ট (french toast recipe in Bengali)

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

  1. ১ টেবিল চামচ কর্ণফ্লাওয়ার
  2. ১/২ চা চামচ এলাচ গুঁড়ো
  3. পরিমাণ মত কাজু কুচি
  4. ৬ স্লাইস পাউরুটি
  5. পরিমাণ মত ভ্যানিলা এসেন্স
  6. স্বাদ মত গুড়
  7. ৫-৬ ফোঁটা রসমালাই গোল্ড ফুড ফ্লেভার
  8. ১০ টি কেশর
  9. পরিমাণ মত ঘি
  10. ১ প্যাকেট লিকুইড দুধ
  11. ১/২ কাপ মিল্ক মেড
  12. ১/২ কাপ গুঁড়ো দুধ

রান্নার নির্দেশ

  1. 1

    এক প্যাকেট দুধের থেকে এক কাপ দুধ রেখে জাল দিয়ে ক্রমশ ঘন করতে হবে। আর হাফ কাপের একটু কম মিল্ক মেড আর হাফ কাপ গুঁড়ো দুধ ও মিশিয়ে তারমধ্যে এলাচ গুঁড়ো ও কেশর দিয়ে রাবড়ি তৈরি করে নিতে হবে।

  2. 2

    এবার একটি পাত্রে বাকি লিকুইড দুধ,গুড়, ভ্যানিলা এসেন্স,রসমালাই গোল্ড ফুড ফ্লেভার,কর্নফ্লাওয়ার আর এক চামচ মিল্ক মেড একসঙ্গে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    ব্রেড গুলোকে গ্লাস বা কুকি কাটার এর সাহায্যে গোল করে কেটে নিতে হবে। এবার ফ্রাইং প্যানে সামান্য ঘি দিয়ে ব্রেড গুলোকে দুধের মিশ্রণ এ অল্প ডুবিয়ে তুলে নিয়ে ঘি মাখানো ফ্রাইং প্যান এ দুই পিঠ হালকা শেকে নিতে হবে।

  4. 4

    এবার একটা পাউরুটি নিয়ে তার ওপর রাবড়ি দিয়ে তারপর আরেকটা পাউরুটি স্যান্ডউইচ এর মতন চাপা দিয়ে ওপরে কাজু ও ইচ্ছামত ড্রাই ফুটস,গুঁড়ো দুধ দিয়ে সাজিয়ে দিলেই তৈরি হয়ে যাবে রসমালাই ফ্রেঞ্চ টোস্ট ফিলড উইথ কেশর রাবড়ি।

  5. 5

    এক প্যাকেট দুধের থেকে এক কাপ দুধ রেখে জাল দিয়ে ক্রমশ ঘন করতে হবে। আর হাফ কাপের একটু কম মিল্ক মেড আর হাফ কাপ গুঁড়ো দুধ ও মিশিয়ে তারমধ্যে এলাচ গুঁড়ো ও কেশর দিয়ে রাবড়ি তৈরি করে নিতে হবে।

  6. 6

    এবার একটি পাত্রে বাকি লিকুইড দুধ,গুড়, ভ্যানিলা এসেন্স,রসমালাই গোল্ড ফুড ফ্লেভার,কর্নফ্লাওয়ার আর এক চামচ মিল্ক মেড একসঙ্গে মিশিয়ে নিতে হবে।

  7. 7

    ব্রেড গুলোকে গ্লাস বা কুকি কাটার এর সাহায্যে গোল করে কেটে নিতে হবে। এবার ফ্রাইং প্যানে সামান্য ঘি দিয়ে ব্রেড গুলোকে দুধের মিশ্রণ এ অল্প ডুবিয়ে তুলে নিয়ে ঘি মাখানো ফ্রাইং প্যান এ দুই পিঠ হালকা শেকে নিতে হবে।

  8. 8

    এবার একটা পাউরুটি নিয়ে তার ওপর রাবড়ি দিয়ে তারপর আরেকটা পাউরুটি স্যান্ডউইচ এর মতন চাপা দিয়ে ওপরে কাজু ও ইচ্ছামত ড্রাই ফুটস,গুঁড়ো দুধ দিয়ে সাজিয়ে দিলেই তৈরি হয়ে যাবে রসমালাই ফ্রেঞ্চ টোস্ট ফিলড উইথ কেশর রাবড়ি।

Edit recipe
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Barnali Saha
Barnali Saha @Barnali_23

Similar Recipes