খেজুরের গুড়ের পায়েস

Rokhsana Chompa
Rokhsana Chompa @cook_28686282

# happy

খেজুরের গুড়ের পায়েস

# happy

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

  1. ২লিটার লিকুইড দুধ :
  2. ১\২ কাপ চাল: (২-৩ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে)
  3. ২৫০গ্রাম বা স্বাদ মতো খেজুরের গুড় :
  4. ১\২ কাপ গুড়ো দুধ :
  5. ১ কাপ নারকেল কোরা :
  6. ৩টা এলাচ :
  7. ২ টি করে তেজপাতা ও দারচিনি :
  8. ১কাপ হেভি ক্রিম :(অপশনাল)
  9. ১চিমটি লবণ :

রান্নার নির্দেশ

  1. 1

    চাল কে ধুয়ে ২- ৩ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে । ৩ঘন্টা পর চাল গুলো কে হাত দিয়ে কাচলে ভেঙে নিতে হবে ।

  2. 2

    এবার একটা প্যান এ লিকুইড দুধ নিয়ে তাতে গুড়ো দুধ মিক্স করে উতরায়ে নিতে হবে । প্যান চুলায় দিয়ে জ্বাল দিতে হবে । এবার এতে এলাচ, দারুচিনি ও তেজপাতা দিতে হবে । দুধ উতরে উঠলে চাল দিয়ে দিতে হবে । চাল যেন নীচে না লেগে যায় সে জন্য ঘন ঘন নাড়তে থাকতে হবে ।

  3. 3

    দুধ ঘন হয়ে আসবে তখন এতে নারিকেল কোরানো ও গুড় ও লবণ দিতে হবে । চাল গলে গেলে এতে হেভি ক্রিম দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে । পায়েস ঘন হয়ে গেলে নামিয়ে উপরে পছন্দ মত বাদাম কুচি বা যার যে ভাবে পছন্দ সেই ভাবে সাজিয়ে পরিবেশন করতে পারেন ।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Rokhsana Chompa
Rokhsana Chompa @cook_28686282

মন্তব্যগুলি

Similar Recipes