Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

২৫ মিনিট।
৪ জনার জন্য।
  1. ১ বাটি কুমড়োর টুকরো
  2. ১ বাটি পেঁপের টুকরো
  3. ১ বাটি গাজর কুচি
  4. ১ বাটি বেগুনের টুকরো
  5. ১ বাটি ফুলকপির টুকরো
  6. ১ টা টমেটো কুচি
  7. ২ বাটি পুঁইশাক
  8. ২ টা পটলের টুকরো
  9. ১ টা লাল আলুর টুকরো
  10. ৫ টা বিমকরাই কুচি
  11. ২ টা আলুর টুকরো
  12. ২ টা শুকনো লঙ্কা
  13. ১ টা তেজপাতা
  14. ১ চা চামচ আদা বাটা
  15. ১ চা চামচ পাঁচফোড়ন
  16. ২ চা চামচ ভাজা মশলা
  17. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  18. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  19. ১ চা চামচ ধনে গুঁড়ো
  20. ১ চা চামচ জিরা গুঁড়ো
  21. ১/২ কাপ সরষের তেল
  22. ১ চা চামচ নুন
  23. ১/২ চা চামচ চিনি
  24. ১/২ চা চামচ ঘি
  25. পরিমান মত জল

রান্নার নির্দেশ

২৫ মিনিট।
  1. 1

    প্রথমে চুলায় একটা করা বসিয়ে ওর মধ্যে তেল দিয়ে তেল গরম হলে ওর মধ্যে শুকানো লঙ্কা তেজপাত ও পাঁচ ফোরন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।

  2. 2

    তারপর ওর মধ্যে আদা বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে একে একে সবজি গুলো কে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে।

  3. 3

    তারপর ওর মধ্যে নুন ও চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে সমস্ত মশলা গুলো কে দিয়ে নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে পরিমান মত জল দিয়ে ১৫ মিনিট ঢেকে রান্না করে নিতে হবে।

  4. 4

    তারপর নামানোর আগে ওর মধ্যে আরো একটু ভাজা মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং মাখা মাখা হয়ে আসলে ওর মধ্যে ঘি দিয়ে নামিয়ে নিতে হবে এবং তৈরি হয়ে যাবে ভোগের লাবড়া।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Madhumita Kayal
Madhumita Kayal @Madhumita2008
Raghabpur(Baspara) P.O -Nepalgunj P.S -Bishnupur Dist -24 Pgs (S) Kolkata-700103.

Similar Recipes