চিকেন দম বিরিয়ানি(Chicken Dum Biriyani recipe in Bengali)

Yubraj Gupta
Yubraj Gupta @cook_16306027

চিকেন দম বিরিয়ানি(Chicken Dum Biriyani recipe in Bengali)

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

  1. 1.5কাপ বাসমতী চাল
  2. 250 গ্রাম চিকেন
  3. 1 টা পেঁয়াজের বেরেস্তা
  4. 1 টা পেঁয়াজ ছোট করে কুচি
  5. 1চা চামচ আদা-রসুনবাটা
  6. 1 কাপ ধনেপাতা কুচি
  7. 4টে লঙ্কা একটু বড় করে কুচি
  8. 3টেবিল চামচ টকদই
  9. 1চা চামচ হলুদ গুঁড়ো
  10. 1চা চামচ লঙ্কা গুঁড়ো
  11. 2চা চামচ কসুরি মেথি
  12. 1 টা টমেটো কুচি
  13. 1টেবিল চামচ বিরিয়ানি মসলা
  14. পরিমাণ মত সাদাতেল
  15. 1টেবিল চামচ কেওড়ার জল
  16. 2টো বড় আলু
  17. 1টেবিল চামচ গোটা গরমমসলা
  18. 7-8টা গোটা গোলমরিচ
  19. স্বাদ মতনুন

রান্নার নির্দেশ

  1. 1

    প্রথমে চিকেনের মধ্যে দই,আদা-রসুনবাটা,নুন,একটু হলুদ ও লঙ্কাগুঁড়ো দিয়ে মেখে 1ঘন্টা ঢাকা দিয়ে রাখতে হবে

  2. 2

    এবারে চাল ধুয়ে অর্ধেক সেদ্ধ করে নিতে হবে

  3. 3

    তারপর কড়াইতে তেল গরম করে আলুগুলো একটু হলুদ মাখিয়ে অর্ধেক করে লালচে করে ভেজে নিতে হবে,তারপর বেরেস্তা টাও ভেজে তুলে নিতে হবে

  4. 4

    এবারে কুকারে তেল গরম করে তাতে গোটা গরমমসলা,গোলমরিচ দিয়ে নেড়ে তাতে ছোট পেঁয়াজকুচিটা দিয়ে লালচে করে ভেজে টমেটো কুচিটা দিতে হবে

  5. 5

    এবারে তাতে অল্প নুন দিয়ে মিশিয়ে যখন টমেটো গলে যাবে তখন তাতে ভেজে রাখা আলু ও হলুদ-লঙ্কাগুঁড়ো দিয়ে একটু কষে তাতে ম্যারিনেট করা চিকেন দিতে হবে

  6. 6

    তারপর ফুল আঁচে 5-7মিনিট রান্না করে তাতে লঙ্কাকুচি ও কসুরি মেথি দিয়ে মিশিয়ে একটু জল দিয়ে কষতে হবে

  7. 7

    যখন জল শুকিয়ে যাবে তখন একটু ভাত দিয়ে ওপরে বেরেস্তা দিয়ে 1/4 কাপ জল ও কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে আবার কিছুটা ভাত,বেরেস্তা ও ধনেপাতা কুচি দিয়ে ওপরে কেওড়ার জল দিয়ে ঢাকা লাগাতে হবে

  8. 8

    এবারে একটা হুইসেল পড়লে গ্যাস অফ করে সিটিটা খুলে দিয়ে ঢাকা খুলে ওপরে ঘি ছড়িয়ে আবার সিটি ছাড়া ঢাকা লাগিয়ে 2মিনিট রেখে পরিবেশন করতে হবে

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Yubraj Gupta
Yubraj Gupta @cook_16306027

Similar Recipes