কাঠালের পিঠা

Asma Akter Tuli
Asma Akter Tuli @Asma_tuli

#Fruit আনার মায়ের থেকে শিখা এই.পিঠা,,,আমরা কেউই নরম কাঠাল খাই না যেগুলো রয়ে যায় বিচি ফেলে ফ্রিজ এ রেখে দেয় যখন ভাল লাগে বানিয়ে নেন.,কাঠালের তেল এর পিঠা ও বরা পিঠা ,কলাপাতা মোরা পিঠা ও.হয়,,,আজকে কেক পিঠা দেখালাম।এই কেক বা পিঠা খুবই নরম হয়।

কাঠালের পিঠা

#Fruit আনার মায়ের থেকে শিখা এই.পিঠা,,,আমরা কেউই নরম কাঠাল খাই না যেগুলো রয়ে যায় বিচি ফেলে ফ্রিজ এ রেখে দেয় যখন ভাল লাগে বানিয়ে নেন.,কাঠালের তেল এর পিঠা ও বরা পিঠা ,কলাপাতা মোরা পিঠা ও.হয়,,,আজকে কেক পিঠা দেখালাম।এই কেক বা পিঠা খুবই নরম হয়।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

  1. 1 কাপনরম কাঠালের কোস
  2. 1 কাপময়দা
  3. 1/2 কাপচালের গুরা
  4. 2 টিডিম
  5. 1 কাপ বা বেশিচিনি
  6. লবণ
  7. 1 চা চামচবেকিং পাউডার
  8. 3 টে চামচসয়াবিন তেল
  9. 2 চা চামচগুরা দুধ

রান্নার নির্দেশ

  1. 1

    প্রথমে কাঠাল গুলো চেলে নিব ভাল করে

  2. 2

    কাঠালের রস এ চিনি ও ডিম মিশিয়ে নিব বা ব্লেন্ড করে নিব

  3. 3

    এবার ময়দা ও চালের গুরা লবণ বেকিংপাউডার ও গুরা দুধ চালনি দিয়ে চেলে অল্প অল্প করে মিশাব যেন কোন দলা না বাধে

  4. 4

    এরপর তেল মিশিয়ে ভাল করে বিটার দিয়ে বিট করে নিব

  5. 5

    যে বাটিতে বেক করব বাটি একটু গরম করে নিব তারপর একটা কাগজ বিছিয়ে তার ওপর 1 চামচ তেল মাখিয়ে দিয়ে কেক এর ডো ঢেলে দেব ও ঝাকনি দিয়ে সমান করে ঢাকনা লাগিয়ে চুলায় বসাব একদন ঢিম আচে

  6. 6

    কেক এর বাটির নিচে পেন বা তাওয়া দিয়ে তার ওপর বসাব প্রায় 30-40 মিনিট বা আরো কমবেশি সময় নিতে পারে চিকন কাঠি দিয়ে চেক করে নিব যে কেক হয়েছি কি না

  7. 7

    নামিয়ে ঠান্ডা করে বাটিতে উল্টিয়ে ঝাকুনি দিলেই হয়ে যাবে।

Edit recipe
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Asma Akter Tuli
Asma Akter Tuli @Asma_tuli

মন্তব্যগুলি

Similar Recipes