ঝাল পিঠা

Asma Akter Tuli
Asma Akter Tuli @Asma_tuli

আমার কাকার জন্য বউ খুজতে যেয়ে কাকির হাতের এই পিঠা খেয়ে পাগল বাবা আমার এই মেয়েকেই বিয়ে করাবে ,আব্বা এত পছন্দ করেছে যে বলার মত না .আমি তখন ছোট নিজে বানিয়ে খেতে পারি না,,,তো বিয়ে হল আমার জিদ এই পিঠা খাব কাকি আম্মাকে সবকিছু বুঝিয়ে দিল তারপর আম্মা বানিয়ে দিল আসলেই খুব মজার পিঠা,,,এখন.আমি নিজেই বানিয়ে খাই,,,,দুঃখের বিষয় বিয়ের 10 বছর এর মাথায় কাকি কিডনি সমস্যায় মারা গিয়েছে😭
এই রমজানে একইরকম খাবার প্রতিদিন ভাল লাগে না আর খুবই কম সময়ে সহজে করা যায়। #Happy

ঝাল পিঠা

আমার কাকার জন্য বউ খুজতে যেয়ে কাকির হাতের এই পিঠা খেয়ে পাগল বাবা আমার এই মেয়েকেই বিয়ে করাবে ,আব্বা এত পছন্দ করেছে যে বলার মত না .আমি তখন ছোট নিজে বানিয়ে খেতে পারি না,,,তো বিয়ে হল আমার জিদ এই পিঠা খাব কাকি আম্মাকে সবকিছু বুঝিয়ে দিল তারপর আম্মা বানিয়ে দিল আসলেই খুব মজার পিঠা,,,এখন.আমি নিজেই বানিয়ে খাই,,,,দুঃখের বিষয় বিয়ের 10 বছর এর মাথায় কাকি কিডনি সমস্যায় মারা গিয়েছে😭
এই রমজানে একইরকম খাবার প্রতিদিন ভাল লাগে না আর খুবই কম সময়ে সহজে করা যায়। #Happy

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

  1. 2 কাপচালের গুরা
  2. 1 চা চামচকাচামরিচ কুচি
  3. 3 চা চামচপিয়াজ কুচি
  4. 1 চা চামচধনেপাতা কুচি
  5. 1 টিডিম
  6. লবন
  7. পানি
  8. তেল ভাজার জন্য

রান্নার নির্দেশ

  1. 1

    চালের গুরি তে তেল ছারা সব উপকরম মিশাই ডিম ফেটিয়ে দেই তার পর লবন অল্প অল্প পানি দিয়ে পাতলা করে গুলা তৈরি করি,,,তেলের পিঠার মত ভারি করে ও গুলা যায় কিন্তু পাতলা টা মুচমুচে হয় তা আমার কাছে ভাল লাগে

  2. 2

    করাইয়ে তেল গরম করে গোল চামচ এর এক চামচ তেল এ দিয়ে দেই

  3. 3

    পিঠা ফুলে উপরের দিকে উঠলে উল্টিয়ে দিয়ে দুই পাশ বাদামি করে ভেজে নিব উঠানোর আগে উল্টানির চিকম মাথা দিয়ে ফুটো করে নামিয়ে নিব

  4. 4

    এভাবে সবগুলো পিঠা বানিয়ে গরম গরম খেতে খুবই মজা।

Edit recipe
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Asma Akter Tuli
Asma Akter Tuli @Asma_tuli

মন্তব্যগুলি

Similar Recipes