ভেজিটেবিল চপ(vegetable chop recipe in Bengali)

ভেজিটেবিল চপ(vegetable chop recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমেই সবজি গুলো টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে জল দিয়ে ১ টা সিটি দিয়ে নিতে হবে।এবার ঠান্ডা করে,জল ঝড়িয়ে নিয়ে,একটা পাত্রে নিতে হবে।তাতে ভাজা মশলা,জিরের গুঁড়ো,ধোনের গুঁড়ো,লঙ্কা কুচি,নুন,ধনে পাতা কুচি,বাদাম সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে।মাখাটা একটু শক্ত করার জন্যে ১ চা চামচ কর্নফ্লাওয়ার দিতে হবে।
- 2
এবার মেখে নেওয়া মণ্ড থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়ে একটা সেপ দিয়ে তৈরি করে নিতে হবে আমি একটু লম্বাটে মতো করে সেপ দিয়েছি,আপনারা নিজেদের মতো করে সেপ দিতে পারেন।এবার একটা পাত্রে ২ ডিম ফাটিয়ে নিয়ে তাতে একটু নুন ও ৩ চা চামচ কর্নফ্লাওয়ার,এক চিমটি ব্রেকিং পাউডার ও ব্রেকিং সোডা মিশিয়ে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে মিক্স করে রাখতে হবে।কেনা বিস্কুটের গুঁড়ো একটা ছড়ানো পাত্রে নিয়ে রাখতে হবে যাতে সহজেই মাখানো যায়।
- 3
এবার একটা কড়াইতে তেল দিয়ে,তেল গরম হলে সেপ দিয়ে তৈরি করে রাখা ভেজিটেবিল চপ গুলো ডিম ও কর্নফ্লাওয়ার এর মিশ্রনে ভালো করে ডুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়োতে মাখিয়ে নিয়ে ভেজে তুলে নিয়ে প্লেটিং করে শসা ও পিঁয়াজের গোল করে কেটে রাখা স্লাইজ গুলো সাজিয়ে দিয়ে পরিবেশন করতে হবে।
Similar Recipes
-
-
ডিম আলুর চপ
এটি আমাদের পারিবারিক একটি রেসিপিি। সেই ছোট্ট বেলা থেকে খেয়ে আসছি দারুন মজার ঝাল ঝাল ইয়াম্মি ডিম আলুর চপ। Taslima Kona -
সিজলিং সবজি
#রান্না সবজি আমার অনেক প্রিয় ! যে কোন উপায়ে বা পদ্ধতিতে রান্না করে খেতে আমার খুবই ভালো লাগে! কিন্তু এবার কিছু ভিন্ন চেষ্টা করলাম যেটা সবজি যারা নাও ভালবাসে তারাও পছন্দ করবেন। Farzana Mir -
লাই পাতা বা রাই পাতা ভর্তা
#ঝটপট এই ভর্তা আমার খুব পছন্দের। সেহরিতে এই ভর্তা থাকলে আমার আর কিছুই লাগেনা। Asia Khanom Bushra -
সিমপ্ল মজার চিকেন অ্যান্ড সবজি কারী 🥰
আমার খুব প্রিয় দুইটা জিনিস সবজী আর চিকেন । সেহরিতে একটু ভিন্নতা আনতে ট্রাই করলাম এই রেসিপি হালকা মশলা দিয়ে। Farzana Mir -
-
রাইস নুডুলস উইথ প্রণ এন্ড ভেজিটেবলস।
#Valentineএটি আমার খুব প্রিয় রেষ্টুরেন্টের একটি ডিশ।আমি আমার প্রিয় মানুষটির জন্যে বাসায় তৈরী করেছি।এটি খেতে ভীষণ সুস্বাদু ও স্বাস্থ্যকর। Bipasha Ismail Khan -
চিকপি সালাদ
# Happy. চিকপি সালাদ আমার খুব খুব প্রিয় খাবার, বিশেষ করে রমজান মাসের জন্য, আমার ইফতার পরিপূর্ণ হয়না যদি এই চিকপি সালাদ না থাকে,, ♥♥♥ Asia Khanom Bushra -
দেশি সালাদ উইথ বিদেশী স্টাইল ড্রেসিং 😁
সালাদ হচ্ছে এমন এক জিনিস যা দেখলেই আমার মনে আর পেত ঠাণ্ডা হয়ে যায়। পরিবারে সবাই যাতে স্লাদ বেশি বেশি খায় তাই আমি প্রায় ভিন্ন ট্রাই করি কিন্তু সবস্ম্য টেস্ট অত ভালো হয় না 🤣 কিন্তু সালাদটি সবাই খুব পছন্দ করে আর তারাতারি শেষ ও হয়ে যায়! Farzana Mir -
পায়া সুপ
বাঙ্গালিদের অত্যন্ত প্রিয় একটি খাবার পায়া। আমার বাসায় বানানো স্বাস্থ্যকর পায়া নরম আটা রুটির সাথে খেতে অসবম্ভব ভালো লাগে । Farzana Mir -
চিকেন সাসলিক
আমার এই সাসলিক এর ছোট্র একটা গল্প শেয়ার করি, আমার কাজিন ১৫ বছর ইউ কে তে থাকার পর দেশে আসেন, উনি আসার পর একদিন আমি এই সাসলিক বানিয়েছিলাম, সন্ধ্যা পর সবাই নাস্তা খাওয়ার জন্য বসেছেন ত গরম গরম সাসলিক দেখে কাজিন বলতেছিলেন কি বানিয়েছ এদিকে দাও উনাকে দেওয়ার পর উনি খেয়ে বলতেছেন সবাইকে, আমি এত দিন ধরে দেশের বাহিরে হিসেব ছাড়া রেস্টুরেন্ট এ আমি খাবার খেয়েছি, কিন্তু এত মজার খাবার আমি খাইনি, আমি শুনে অবাক কি বলেন এসব, যাই হোক সেদিন খুব ভালো লেগেছে খুব মজা করে খেয়েছিলেন,সাসলিক অনেক এ অনেক ভাবে বানায়, কিন্ত আমার এই ভাবে বানাতে বেশ ভালো লাগে।।আশা করি আপনাদের ও ভালো লাগবে।। Asia Khanom Bushra -
SHEPHERD'S PIE- DESHI STYLE!
আমার ছেলেমেয়েদের প্রিয় একটি খাবার এই শেফার্ডস পাই। মাংসের কীমার ওপর ম্যাশড পটেটো দিয়ে বেক করা এই ডিশ একটা কমপ্লিট মিল। আমাদের দেশে অবশ্য নাস্তা হিসাবে ও খাওয়া হয়। খুবই সুস্বাদু ও পুষ্টিকর এই ডিশ।#রান্না C Naseem A -
মসলা পিঠা
আমার আম্মুর খুব পছন্দের পিঠা, কিন্তু আম্মু কখন ও পুরোপুরি এই পিঠা বানাতে পারতেন না, কখন ও হয়ে যেত শক্ত আবার কখন ও ফুলে উটতনা, তাই আম্মু অন্য কাউকে দিয়ে বানাতেন, এই পিঠা শুধু চালের গুড়া আর কিছু মসলা দিয়ে করা হয়, আমাদের সিলেটে এ পিঠা প্রায় সবার প্রিয়, আমি যখন বানাতাম তখন অল্প ময়দা দিতাম নরম হওয়ার জন্য, তার পর ও আম্মু বলতেন ভালো হয়নি, আজকে আমি ভাবলাম আম্মু যেভাবে খেতে চান সে ভাবেই করব যা হওয়ার হবে, তাই সব কিছু রেডি করলাম ২ কেজি চালের গুড়া দিয়ে, আম্মু দেখে অবাক আমি আজ পর্যন্ত এত সাহস করতে পারিনি আর তুই এত গুলো করবি কিভাবে, যা হোক সব কিছু আমি নিজে করেছি সারাদিন ধরে, সন্ধ্যা পর তেলে ভেজেছি আম্মু এত খুশি হয়েছেন যে পিঠা গুলো তেলের পিঠার মত ফুলে উটেছে, আর খেতে খুব মচমচা হয়েছে একটু ও শক্ত হয়নি, আম্মু বলতেছেন আমি এত দিনে যা পারিনি আর তা আমার মেয়ে এত সকাল পেরে গেল আলহামদুলিল্লাহ, সত্যি আম্মুর খুশি দেখে আমার এত ভালো লাগছে যা বলার বাহিরে আমি আজকে অনেক খুশি,, আমার সারাদিনের কস্ট পুরোপুরি সার্থক,, আমি পরিমান দিতে পারছিনা কারন অনেক গুলো করেছি ত তাই,, Asia Khanom Bushra -
পেপের চপ্স
আমার এই রেসিপি টি আমার অনেক আন্টিরা পছন্দ করেন, প্রথম যখন তাদেরকে খাওয়াই তারা মনে করছিলেন এটা জিলাপি কিন্তু জিলাপির ত কোন প্যাচ নাই, কি এটা আবার চুড়িরর মত, তারপর তারা এটার উপরের টা খুলে দেখেছেন কি দিয়ে করেছি, দ্যান চিনতে পারছেন এটা পেপে, তাদের বাসায় যাওয়ার পর আমার থেকে শিখে ও নিয়েছেন, তারা যখন বলতেন কিভাবে করেছ তখন খুব লজ্জা লাগত বড় দের কে কিভাবে বলি, আবার খুশি ও লাগত তারা যে পছন্দ করেছেন, Asia Khanom Bushra -
ব্রেড পিজ্জা (চুলায় তৈরি)
#motherskitchenআমার পিজ্জা খুব পছন্দ। কিন্তু যখনই খেতে ইচ্ছা করে কিনে খেতে ভাল লাগে না। বাসার বানানোটাই অনেক ভাল লাগে। এটা আমার সব থেকে প্রিয় ও সহজ পিজ্জা রেসিপি Syma Huq -
চিকেন নেস্ট পাকোড়া
#ChoosetoCookআমি একজন স্টুডেন্ট। রান্না করা আমার খুব শখ। ছোট বেলা থেকেই আমি রান্না করি।নতুন রেসিপি ট্রাই করতে আমার খুব ই ভালো লাগে। তখন আরো বেশি ভালো লাগে যখন আমার রেসিপি ট্রাই করে আমার ভাই বোন খুব ভালো রিভিউ দেয়।এমন ও বলে খাবার টা এত মজা হয়েছে যে ইচ্ছে করছে একাই সব খেয়ে ফেলি।যখন এমন কথা শুনি তখন রান্নার প্রতি আগ্রহ টা আরো অনেক বেড়ে যায়।আমি ঝালঝাল ভাজা পুড়া একটু বেশি পছন্দ করি সে জন্য আমার পছন্দের এই চিকেন নেস্ট পাকোড়া রেসিপি বেছে নিয়েছি।যখন আমি রান্না করতাম তখন আমার ইচ্ছে করত যে রেসিপি গুলো কোথাও শেয়ার করি অবশেষে আমি পেয়েছিলাম কুকপ্যাড।কুকপ্যাড এ এসে আমি রেসিপি শেয়ার করি + নিত্য নতুন রেসিপি পেয়ে থাকি, অনেক রেসিপি আমি ট্রাই ও করেছি, খুব ই খুব ই ভালো লাগে আমার।ধন্যবাদ কুকপ্যাড এডমিন দের যারা অসাধারণ অসাধারন টপিক নিয়ে আমদের মাজে আসেন।এমন এমন আরো টপিক নিয়ে আসুন যাতে আমরা নতুন নতুন রেসিপি পাই।সবার জন্য শুভকামনা। কুকপ্যাড এর জন্য অনেক অনেক ভালোবাসা।। Asia Khanom Bushra -
স্পাইসি এগ কেসরোল
#eggএগ কেসরোল একটি অত্যন্ত জনপ্রিয় ব্রেকফাস্ট রেসিপি ইউরোপ ও আমেরিকায়।আমার বাসায় ও সবাই খুব পছন্দ করে।আমি গতানুগতিক নিয়মে এটি বানাই না।আমি একটু ভিন্ন আঙ্গিকে এগ কেসরোল তৈরি করি,যেহেতু আমার ছেলে আলু ও দুধ খেতে পছন্দ করে,তাই আমি আলু ও দুধ এতে এড করি। বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে এই রেসিপি আশা করি। Tasnuva lslam Tithi -
Vada pav (alur chop diye sandwich/burger)
এটা India র মহারাষ্ট্রের খুব জনপ্রিয় একটি স্ট্রিট ফুড। ওরা বন রুটি দিয়ে করে থাকে আমিপাউরুটি দিয়ে করেছি। 😊 Ummay Salma -
ইফতার ব্রেড রোল
এই রেসিপিটা আমার এক বান্ধবীর কাছ থেকে পাওয়া আর আমার ছেলেরা এটা খেতে খুব পছন্দ করে,বাচ্চাদের অনুপ্রেরণায় আমি এটা করে থাকি #ঝটপট Saima Islam -
ওনিয়ন চপ্স
প্রায় ৩ বছর আগে আমি আমার নিজের ইচ্ছা তে এই রেসিপি ট্রাই করি, কোন কেউ খেয়েছে কিংবা এমন রেসিপি আছে তা জানা ছিলনা, আমার ইচ্ছা তেই করি, গত কয়েক মাস আগে একটা ভিডিও তে দেখি অনিয়ন চপ্স, তখন আমি ইউটিউব ঘাটা ঘাটি করি এ জন্য করেছি যে আমি যে ভাবে করেছি সে ভাবে নাকি অন্য ভাবে বানানো হয়, মাত্র ১ টা ভিডিও পাই সেইম আমি যে ভাবে করেছি ঠিক সে ভাবে ভিডিও , সে দিন আমার খুব ভালো লাগে + আমার আপুরা ও শুনে খুব খুশি হন, আর বলতেছেন তুই আসলে কামিয়াব হবে ইনশাআল্লাহ, কোথায় জানা শুনা নেই এমন রেসিপি খুজে বের করে আমাদের কে উপহার দিয়েছিলে, আর আজকে অনেক জায়গায় এটা ফেমাস,,,, Asia Khanom Bushra -
একি বেসনের ব্যাটার দিয়ে আলু গাজর মিস্ট কুমড়া আর পাতার চপ্স
রমজান মাসে আমাদের প্রায় সবার ই এই ভাজাপোড়া খাবার পছন্দ।।আমার এই রেসিপিতে কোন বেকিং পাওডার বা বেকিং সোডা দেইনি, এসব ছাড়া আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে অনেক ফুলকো ও হয়েছে।। Asia Khanom Bushra -
ক্রিমি ভেজিটেবল রোল
আমার ছেলে যেহেতু সবজি খেতে পছন্দ করে না। তাই সব সময় চেষ্টা করি সবজি দিয়ে ব্যতিক্রম কিন্তু করতে।আর রোজার মাসে এমনিতেই সবজি খুব একটা খাওয়া হয় না। তাই সারাদিন রোজা রাখার পরে, কিছু ভিটামিনস তো অবশ্যই চাই।আর সাথে যদি হয় টেস্টি কিছু, তবে তো কথাই নেই। Kaniz Fatama Tisha -
সিম্পল ওভেন বেকড পাস্তা 🍜
#sumi বিকেলের নাস্তায় আমি প্রায় বানিয়ে রাখি পাস্তা। ফ্রিজে রেখে পরে গরম করে খাওয়া যায় আর একটু পেট টাও ভোরে থাকে 😁 এই পাস্তা বিনা কোন চিকেন বা মাংস ছাড়াও আমার খুব ভালো লাগে। সাথে সবজি যোগ করে দিন বাচ্চারা মজা করে খেয়ে নেবে। Farzana Mir -
আলুর ঝুরি ভাজা, সাথে ডালডায় ভাজা রুটি ও ডিম ভাজা
#fooddiariesআমার সকালের নাস্তার মেন্যু তে আছে আলুর ঝুরি ভাজা,ডালডা দিয়ে ভাজা রুটি,ও ডিম ভাজা।সকাল সকাল এই নাস্তা পেলে আমার দিন টাই চমৎকার কাটে,কারণ আমার খুব পছন্দের সকালের নাস্তা হলো ডালডা দিয়ে ভাজা রুটি,পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে ডিম ভাজা আর সাথে ভীষণ প্রিয় মুচমুচে আলুর ঝুরি ভাজা।আজ ব্রেকফাস্ট রেসিপি তেল আলুর ঝুরি ভাজা রেসিপি টি শেয়ার করছি। Tasnuva lslam Tithi -
চিকেন বার বি কিউ
খুব মজারবাচ্চা, বড়ো সকলের পছন্দের।আমার এটা খুব মজা লাগে। আশা করি আপনাদের ও ভালো লাগবে। Tanjila Hossain -
প্রন চিকেন সবজি পাকোড়া
#ভোজ পুজার সময় আমরা প্রায় কাছের কোন মণ্ডপে যেয়ে একবার দেখে আসি । বিভিন্ন ধরনের খাবার ও আয়োজন দেখতে খুবই ভালো লাগে । আর প্রতি বছর বাসায় ছুটির দিনে কিছু বাঙালি খাবার রান্না করে এই দিন উৎযাপন করতে খুবই ভালো লাগে। এবার তাই আমি বানিয়েছি পাকোড়া একটু ভিন্ন স্টাইলে ! Farzana Mir -
বাঁধাকপির বড়া।
#ঝটপট।ইফতারে আম্মুর বিশেষ ইচ্ছে থাকতো,বাচ্চারা যেনো সবজি খায়।আমার বরাবরই সবজি অপ্রিয়।তাই এই সবজি ও হেলদি ইফতার তৈরির ট্রিক ছিলো বাঁধাকপির বড়া।এই বড়া তৈরী করলে নিমিষেই খাওয়া হয়ে যেতো ইফতারে।আজ আমিও তাই তৈরী করলাম।আশাকরি রেসিপিটি ভালো লাগবে সবার। Bipasha Ismail Khan -
মিষ্টি কুমড়ো নারিকেলি চিংড়ি কারী
খুব তাড়াতাড়ি ও মজাদার কিছু বানানোর উপায়ে বানিয়ে ফেলি এই চিংড়ি কারী! একটু ভিন্ন লেগেছে আমার নিজের কাছেও ... শুধু সাদা ভাত নয় ফ্রাইড রাইস এর সাথেও ভালই মানাবে! Farzana Mir -
BAKED DESGINER SAMUSA!
সমুসার ডিজাইন সাধারণত ত্রিকোণাকৃতির হয়। আমি একটু নতুনত্ব আনার জন্য বিভিন্ন আকৃতিতে তৈরী করেছি ও এগুলো একটু ডিজাইন করে সাজানোর চেষ্টা করেছি। পুরের জন্য মাংস ব্যবহার না করে আমি মুরগীর গীলা কলিজা নিয়েছি। গীলা যেহেতু শক্ত তাই টুকরো করা গীলা প্রথমে সিদ্ধ করে তার পর কলিজা সিদ্ধ করেছি। আর আমি সমুসাগুলো তেলে না ভেজে ওভেনে বেক করেছি। নামটাও আমার নিজেরই দেওয়া! আমি সবসময় রান্নাতে বৈচিত্র্য আনতে পছন্দ করি, তাই এই প্রয়াস এবং এটা এই আইটেমে প্রথম প্রয়াস!#রান্না C Naseem A -
এগ ডিলাইট।
#Eggআমার ভীষণ প্রিয় ডিমের ফিউসন ডেজার্ট রেসিপি এগ ডিলাইট।ছোট থেকে বড় যেকোন বয়সের সবাই ভীষণ পছন্দ করবে আমার এই রেসিপিটি। এটি খুবই স্বাস্থ্যকর ও মজাদার একটি রেসিপি।বাসায় থাকা সহজলভ্য উপকরণ দিয়ে সহজেই রেসিপিটি তৈরী করা যায়।চলুন দেখে নেই~~~ Bipasha Ismail Khan
More Recipes
মন্তব্যগুলি