ঠান্ডাই (Holi special thandai)

Priyodarshini Negel
Priyodarshini Negel @cook_28040912
Naihati

এক বানিয়ে ছিলাম । দারুন লেগেছিল খেতে।

ঠান্ডাই (Holi special thandai)

এক বানিয়ে ছিলাম । দারুন লেগেছিল খেতে।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

৫-৬ ঘন্টা
  1. দুধ ৫০০ মি.লি
  2. কাজুবাদাম ১/৪ কাপ
  3. চারমগজ ১/৪ কাপ
  4. আমন্ড বাদাম ১/৪ কাপ
  5. পোস্ত ২ টেবিল চামচ
  6. মৌরি ২ টেবিল চামচ
  7. গোলমরিচ ১/২ চা চামচ
  8. গোলাপ জল ১চা চামচ
  9. কেশর ১/২ গ্রাম
  10. চিনি স্বাদ মতো
  11. খোয়াক্ষীর ১/২ কাপ
  12. এলাচ ৩-৪ টে
  13. দারচিনি ২ টো
  14. বরফ পরিমান মত

রান্নার নির্দেশ

৫-৬ ঘন্টা
  1. 1

    এলাচ এবং দারচিনি বাদে সকল উপকরণ একটি বাটিতে নিয়ে গরম জলে ভিজিয়ে রাখতে হবে ৪ ঘন্টা মত ।

  2. 2

    ৪ ঘন্টার পর সকল ভিজিয়ে রাখা উপকরন পেস্ট বানিয়ে নিতে হবে।

  3. 3

    এলাচ এবং দারচিনি আলাদা করে পাওডার বানিয়ে রাখতে হবে।

  4. 4

    গ্যাসে ১ কাপ দুধ বাসিয়ে তাতে পরিমান মত পেস্ট, এলাচ দারচিনির গুঁড়ো, চিনি, খোয়াক্ষীর ও কেশর দিয়ে ঘন হওয়া পর্যন্ত জাল দিয়ে মিশ্রন বানাতে হবে।

  5. 5

    মিশ্রনটি ঠান্ডা হলে ব্লেন্ডারে দুধ ওই মিশ্রন, গোলাপ জল এবং বরফ দিয়ে ব্লেন্ড করে নিলেই তৈরি ঠান্ডাই।

Edit recipe
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Priyodarshini Negel
Priyodarshini Negel @cook_28040912
Naihati

Similar Recipes