ভিন্ন স্বাদের নুডুলস

Nasrin Ara Chowdhury
Nasrin Ara Chowdhury @recipes_by_nasrin

প্রতিদিনের একই স্বাদের নুডুলস খেতে খেতে আমাদের সবারই একঘেয়ে চলে এসেছে এজন্য সাথে একটু ভিন্নতা আনতে ভিন্নভাবে রান্না করলাম এই নুডুলসটি

ভিন্ন স্বাদের নুডুলস

প্রতিদিনের একই স্বাদের নুডুলস খেতে খেতে আমাদের সবারই একঘেয়ে চলে এসেছে এজন্য সাথে একটু ভিন্নতা আনতে ভিন্নভাবে রান্না করলাম এই নুডুলসটি

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

১০-১২ মিনিট
৩-৪ জন
  1. ২ প্যাকেট ইনস্ট্যান্ট নুডুলস
  2. 1/2 কাপগাজর কুচি
  3. একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি
  4. ১/৪ কাপ পাতাকপি কুচি
  5. ৩ টেবিল চামচ সয়াবিন তেল
  6. ২ টি ডিম
  7. স্বাদমতোলবণ
  8. ১ চা চামচ গোলমরিচ গুঁড়া
  9. ১ টেবিল চামচ সয়া সস
  10. ২ টেবিল চামচ টমেটো সস
  11. ২-৩ টেবিল চামচ পেঁয়াজ কুচি
  12. ৪ টা কাঁচা মরিচ
  13. প্রায় দুই কাপ পানি

রান্নার নির্দেশ

১০-১২ মিনিট
  1. 1

    প্রথমে একটি কড়াইতে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে ভাল করে ভেজে নিতে হবে। এরপর এরমধ্যে গাজর টমেটো ও পাতাকপি কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে লবণ গোলমরিচ গুঁড়া ও নুডুলসের মসলা গুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  2. 2

    মেশানো হয়ে গেলে নুডলসগুলো ভেঙ্গে দিয়ে দিতে হবে। এরপর পানি দিয়ে মিডিয়াম টু লো জ্বালে ৭-৮ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। নুডুলস সিদ্ধ হয়ে এলে এরমধ্যে সয়া সস ও টমেটো সস দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন মজাদার স্বাদের নুডুলসটি।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Nasrin Ara Chowdhury
Nasrin Ara Chowdhury @recipes_by_nasrin

মন্তব্যগুলি

Similar Recipes