Edit recipe
See report
শেয়ার

উপাদানগুলি

৩০ মিনিট
৫/৬ জন
  1. ১কাপ আধা সিদ্ধ পেঁপে স্লাইস
  2. ১ কাপ গাজর
  3. ১কাপ ক্যাপসিকাম
  4. ১কাপ ফুলকপি
  5. ১/২ কাপ চিচিঙ্গা
  6. ২ চা চামচ সয়াসস
  7. ১চা চামচ লবন
  8. ২ চাচমচ কর্ন ফ্লাওয়ার
  9. ২ টেবিল চামচ তেল
  10. ১কাপ পেয়াজ
  11. ১কাপ কিউব সিদ্ধ চিকেন
  12. ১টা সিদ্ধ ডিম

রান্নার নির্দেশ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে কড়াইয়ে তেল গরম করে পেয়াজ দিতে হবে।

  2. 2

    তারপর একে একে চিকেন, সবজি গুলো দিয়ে ভাল করে নাড়াচাড়া করতে হবে।

  3. 3

    এরপর এতে সয়াসস,চিনি,লবন দিয়ে মিক্স করতে হবে

  4. 4

    সবজিগুলো মজে আসলে কর্নফ্লাওয়ার অল্প একটু পানি দিয়ে গুলিয়ে সবজিতে দিয়ে দিতে হবে।

  5. 5

    ঘন হয়ে আসলে নামিয়ে নিতে হবে।

প্রতিক্রিয়াগুলি

Edit recipe
See report
শেয়ার

দ্বারা রচিত

Tanjia Rashid
Tanjia Rashid @cook_28045319
ঢাকা, বাংলাদেশ

Similar Recipes