Mango cocktail

Sonia Islam
Sonia Islam @cook_28886811

আমার কন্যার দেয়া নাম

Mango cocktail

আমার কন্যার দেয়া নাম

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

১৫-২০ মিনিট
৮ জন
  1. ২ কাপটুকরো করা আম
  2. ২ টাকাঁচা মরিচ
  3. ১ চা চামচভাজা জিরা গুড়া
  4. ১/২ চা চামচগোলমরিচ গুড়া
  5. স্বাদমতোলবন
  6. ১/২ চা চামচবিট লবন
  7. ২ টেবিল চামচপুদিনা পাতা কুঁচি
  8. ১ লিটার7up অথবা sprite
  9. লেবু ২ টেবিল চামচ
  10. ১/৪ কাপচিনি যদি আম টক হয়। আম যদি ক মিষ্টি হয় তাহলে চিনি দিতে হবে না।
  11. সবুজ ফুড কালার অপশনাল।

রান্নার নির্দেশ

১৫-২০ মিনিট
  1. 1

    প্রথমে একটা পাত্রে আম, জিরা, গোলমরিচগুঁড়া, লবন, চিনি,মরিচ আর এক কাপ পানি দিয়ে চুলায় ১৫ মিনিট জ্বালিয়ে যদি দেখেন আম সিদ্ধ হয়ে গেছে তাহলে চুলা বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন।

  2. 2

    তারপর ব্লেন্ডারে জ্বালানো আম, পুদিনা পাতা,লেবুর রস ব্লেন্ড করে নিতে হবে । তারপর আমের ঘন জুস টা কিছু বরফ করে নিতে হবে আর কিছু পানি মিশিয়ে বোতলে ফ্রিজে রেখে দিতে পারেন।

  3. 3

    এরপর একটা গ্লাসে প্রথমে আমের জুস, সেভেন আপ তারপর বরফ করা ব্লেন্ডিং আম আর বরফের টুকরো দিয়ে তার উপরে স্লাইস করা লেবু আর পুদিনাপাতা দিয়ে পরিবেশন করুন।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Sonia Islam
Sonia Islam @cook_28886811

মন্তব্যগুলি

Similar Recipes