মসুর ডালের পিঁয়াজু

romana rafa
romana rafa @cook_27281540

মসুর ডালের পিঁয়াজু

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

  1. ১ কাপডাল
  2. ২ মুঠো সেদ্ধ চাউল বা পোলাউর চাউল (ক্রিস্পি হওয়ার জন্য)
  3. ১/২ কাপপেঁয়াজ কুচি
  4. ১ চা চামচআদা বাটা (চামচ উঁচু করে)
  5. ১/২ চামচহলুদ গুড়া
  6. ৪ টা কাঁচা মরিচ কুচি করা
  7. ২ টেবিল চামচধনে পাতা কুচি
  8. স্বাদমতোলবণ

রান্নার নির্দেশ

  1. 1

    ডাল ৩-৪ ঘন্টা অথবা সারারাত ভিজিয়ে রেখে পানি ছাড়া শুকনো করে ব্ল্যান্ড অথবা পাটায় পিসে নিতে হবে!বেশি মিহি হবে না আধা ভাঙা টাইপ ব্ল্যান্ড করলেই বেশি ভাল হবে! তারপর পেঁয়াজ আর কাঁচা মরিচ প্রথমে চটকে নিয়ে তাতে সব উপকরণ দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে!

  2. 2

    মাখা হয়ে গেলে তেল ভাল ভাবে গরম করে মাঝারি হাই হিটে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে!মনে রাখবেন ঠান্ডা তেলে পিঁয়াজু ছাড়ালে কিংবা চুলার তাপ কম থাকলে পিঁয়াজু মুচমুচে হবে না ভেতরে তেল ডুকে যাবে!
    #নোটঃ উপরের উপকরণ ছাড়া অন্য কোন মসলা না দিলেই ভাল এতে করে পিঁয়াজুর আসল টেস্ট পাওয়া যায়!

Edit recipe
See report
শেয়ার
Cook Today
romana rafa
romana rafa @cook_27281540

মন্তব্যগুলি

Similar Recipes