চিকেন ফ্রাই

Asma Akter Tuli
Asma Akter Tuli @Asma_tuli

খুবই মজার ছিল এবারেরচিকেন ফ্রাই ।

চিকেন ফ্রাই

খুবই মজার ছিল এবারেরচিকেন ফ্রাই ।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

  1. 4 পিসচিকেন রান এর সাইড নিলে ভাল হয়
  2. 1 টে চামচটমেটো সস
  3. 1 টে চামচসয়াসস
  4. 1 চা চামচআদা বাটা
  5. 1/2 চা চামচরসুন বাটা
  6. 1 চা চামচঘি
  7. 1/2 চা চামচলেবুর রস
  8. 1/2 চা চামচগরম মসলা গুরা
  9. লবণ
  10. তেল ভাজার জন্য
  11. ময়দা পরিমানমত
  12. 1 টিডিম
  13. 1 কাপ এর বেশিব্রেডক্রাম্ভ (এর রেসিপি দেখুন)

রান্নার নির্দেশ

  1. 1

    চিকেন সস,আদারসুন বাটা, মসলা,লবণ,লেবুর রস,,,ঝাল এর জন্য 1 চা চামচ মরিচ গুরা দিয়েছি একসাথে মেখে আধা ঘন্টা রেখে দিব

  2. 2

    একটি বাটিতে শুকনো ময়দা নিব একটি চিকেন করে ময়দা লাগিয়ে রাখব

  3. 3

    এবার 1 টি ডিম ফেটিয়ে তাতে চিকেনগুলো চুবিয়ে ব্রেভক্রাম্ভ এর ওপর নিব

  4. 4

    আরেক হাতে উপরে ব্রেডক্রাম্ভ লাগিয়ে ট্টেতে তুলে রাখব

  5. 5

    আমি ফ্রোজেন করে রেখে ছিলাম একটি বক্স এ সেটা ভাজার আধা ঘন্টা আগে নামিয়ে ডুবো তেল এ কম আচে ভেজে নিয়েছি দুইপাশ।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Asma Akter Tuli
Asma Akter Tuli @Asma_tuli

মন্তব্যগুলি

Similar Recipes