বাসন্তি পোলাও

Asma Akter Tuli
Asma Akter Tuli @Asma_tuli

বাসন্তি পোলাও

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

  1. 1 কেজিপোলাউর চাল
  2. 1 চা চামচহলুদ গুরা
  3. 1/2 চা চামচজয়এি গুরা
  4. 1 চা চামচআদা ও রসুন বাটা
  5. 1/2 চা চামচএলাচ দারচিনি ও তেজপাতা গুরা
  6. 1/2 কাপঘি
  7. 4 টিপেয়াজ কুচি
  8. 2 টি বাটালং
  9. 3 টে চামচকাজু ও চিলাবাদাম বাটা
  10. কাচামরিচ আস্ত
  11. লবণ
  12. গরম পানি
  13. 1/2 চা চামচধনে ও জিরা গুরা

রান্নার নির্দেশ

  1. 1

    প্রথমে চাল ভাল করে ধুয়ে পানি ঝরিয়ে পানিটা শুকিয়ে নিব কিছুক্ষন অপেক্ষা করে

  2. 2

    এবার সব বাটা ও.গুরা মসলা অর্ধেক ঘি,লবণ,বাদাম দিয়ে চাল টা মাখিয়ে নিব 10 মিনিট

  3. 3

    চুলায় পেন বসিয়ে ঘি গলিয়ে নিব তেজপাতা আস্ত 1 টি ও পেয়াজ ভেজে চাল ও কাজুবাদাম দিয়ে ভেজে নিব নেরেচেরে

    চাইলে আস্ত বাদাম ও বারিয়ে দিতে পারেন

  4. 4

    এবার পরিমানমত ফুটন্ত পানি দিয়ে লবণ ঠিক আছে নাকি দেখে ঢেকে দিব ফুটে উঠলে আচ কমিয়ে নেরেদিয়ে দমে রাখব সিদ্ধ হওয়া পর্যন্ত

  5. 5

    সিদ্ধ হলে নামিয়ে পরিবেশন এর জন্য রেডি করব।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Asma Akter Tuli
Asma Akter Tuli @Asma_tuli

মন্তব্যগুলি

Similar Recipes