মুসুর ডাল এর এগ তড়কা (musur daal er egg torka recipe in bengali)

Pratima Biswas Manna
Pratima Biswas Manna @Pratima
Ahmedabad

#ebook2
#জামাইষষ্ঠী
তড়কা খেতে কম বেশি আমরা সবাই ভালোবাসি। তাই চিরাচরিত তড়কা থেকে একটু ভিন্ন ধরনের এগ তড়কা নিয়ে আজ হাজির হলাম।। জামাইষষ্ঠীর সকালে পরোটার সাথে এই চট জলদি ও টেস্টি এগ তড়কা পরিবেশন করা যেতে পারে।

মুসুর ডাল এর এগ তড়কা (musur daal er egg torka recipe in bengali)

#ebook2
#জামাইষষ্ঠী
তড়কা খেতে কম বেশি আমরা সবাই ভালোবাসি। তাই চিরাচরিত তড়কা থেকে একটু ভিন্ন ধরনের এগ তড়কা নিয়ে আজ হাজির হলাম।। জামাইষষ্ঠীর সকালে পরোটার সাথে এই চট জলদি ও টেস্টি এগ তড়কা পরিবেশন করা যেতে পারে।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

20 মিনিট
2 জন
  1. 150 গ্রামমুসুর ডাল
  2. 2 টোডিম
  3. 4 টেবল চামচসরিষার তেল
  4. 1/2 চা চামচগোটা জিরে
  5. 2 টোপেঁয়াজ কুচি
  6. 2 টোকাঁচালঙ্কা কুচি
  7. 6-7 কোয়ারসুন কুচি
  8. 1 চা চামচআদা বাটা
  9. 1 টাটমেটো কুচি
  10. 1 চা চামচহলুদগুঁড়ো
  11. 1 চা চামচলঙ্কাগুঁড়ো
  12. 1 চা চামচজিরেগুঁড়ো
  13. 1 চা চামচধনেগুঁড়ো
  14. 1 চা চামচগরম মসলা
  15. 1/2 চা চামচচিনি
  16. স্বাদমত নুন
  17. পরিমান মত ধনেপাতা

রান্নার নির্দেশ

20 মিনিট
  1. 1

    সব উপকরণ কেটে গুছিয়ে নিতে হবে। মুসুর ডাল সেদ্ধ করে নিতে হবে। ডাল সেদ্ধ হবে তবে গলে যাবে না।

  2. 2

    এবার কড়াই তে 1 টেবিল চামচ সরিষার তেল গরম করে ডিম 2টো ভুজিয়া বনিয়ে তুলে নিতে হবে। এবার কড়াই তে বাকি তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিয়ে পিয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে ভেজে নিতে হবে।

  3. 3

    পিয়াজ লাল করে ভাজা হয়ে গেলে আদা বাটা, রসুন কুচি ও টমেটো কুচি দিয়ে ভেজে নিতে হবে, আদা রসুন এর কাঁচা গন্ধ চলে গেলে গুড়ো মসলা গুলো দিয়ে অল্প জল দিয়ে কসিয়ে নিতে হবে।

  4. 4

    কসানো হয়ে গেলে সেদ্ধ করা ডাল দিয়ে নেড়েচেড়ে নুন, চিনি, ভেজে রাখা ডিম ও ধনেপাতা কুচি দিয়ে 10 মিনিট হতে দিতে হবে। ঘন হয়ে এলে নামিয়ে নিতে হবে। রুটি বা পরোটার সাথে দারুন যায় এই মুসুর ডাল এর তড়কা।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Pratima Biswas Manna
Ahmedabad
আমি কুকপ্যাড বাংলার একটি অংশ যে কম্যুনিটি নিরন্তর সেই সকল রন্ধনকারীকে সমর্থন করে চলেছে যারা অক্লান্ত ও নিরন্তর ভাবে অপরের জন্য রান্নায় প্রয়াস চালিয়ে যাচ্ছেন
আরও পড়ুন

Similar Recipes