চিকেন টিক্কা

Ijaj mahmud
Ijaj mahmud @cook_ijaj

Make restaurant style chicken tikka at your home.
#মিটমেনিয়া

চিকেন টিক্কা

Make restaurant style chicken tikka at your home.
#মিটমেনিয়া

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

25-30 মিনিট
2 জন
  1. মেরিনেশন (Merination)
  2. চা চামচ পেয়াজ বাটা
  3. ১/২ চা চামচ আদা বাটা
  4. ১/২চা চামচ রসুন বাটা
  5. টেবিল চামচ টক দই
  6. চা চামচ টিক্কা মাসালা পাউডার
  7. চা চামচ লাল মরিচের গুড়া
  8. ১/২চা চামচ লবন
  9. ১/২চা চামচ ওয়েস্টার সস
  10. ১/২ চা চামচ সয়া সস
  11. চা চামচ লেবুর রস
  12. চা চামচ সরিষার চেল
  13. চিকেন ফারম ২পিস (কোয়ার্টার সাইজ)
  14. কয়লা

রান্নার নির্দেশ

25-30 মিনিট
  1. 1

    মেরিনেশনের সমস্ত উপাদান ভাল করে একসাথে মিশিয়ে নিন। এরপর ছুরি দিয়ে মাংসের গায়ে দাগ কেটে দিন। এবং মেরিনেশনের মিশ্রণে ভালভাবে চিকেন পিসগুলি মিশিয়ে নিন। এখানে ২জনের পরিমাণে বলা আছে, আরো বেশি পিস হলে উপাদাংগুলো একই অনুপাতে বাড়িয়ে নিন।

  2. 2

    এরপর চুলায় একটি ছোট কয়লা ধরিয়ে একটি স্টিল/সিরামিক পাত্রে নিয়ে মেরিনেশনের পাত্রে রেখে দিন। এবার সঙ্গে সঙ্গে কয়লার উপর ২-৩ ফোটা সয়াবিন/সরিষার তেল ছিটিয়ে দিন এবং ঢাকনা দিয়ে দিন। কমপক্ষে ৩০ মিনিট মেরিনেশন করুন।

  3. 3

    ৩০ মিনিট পর চুলার স্টোভে কয়েকটি ছোট/মাঝারি সাইজের কয়লা জালিয়ে একটি গ্রিলার এর উপর রান্না করুন। ৪-৫ মিনিট পর পর চিকেন পিস টিকে উল্টিয়ে দিন। এভাবে ২৫-৩০ মিনিট রান্না করুন। তবে খেয়াল রাখবেন আগুন জাতে বেশি ছড়িয়া না পড়ে।অথবা আপনি চাইলে হাল্কা তেলে নন্সটিক ফ্রাইপেনেও করতে পারেন।

  4. 4

    পরটা / নান আর সালাদ দিয়ে পরিবেশন করুন।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Ijaj mahmud
Ijaj mahmud @cook_ijaj

Similar Recipes