ক্যারামেল পুডিং

Suraya Akhter Runi
Suraya Akhter Runi @suru645789765a
বাংলাদেশ

আমাদের খাবারের তালিকায় পুডিং বেশ মাজাদার খাবার,সব উৎসবের ভোজ শেষে পুডিং ছাড়া চলেই না! গরমের বিকেলে একটু ক্যারামেল পুডিং হয়ে যাক। #Myfirstrecipe

ক্যারামেল পুডিং

আমাদের খাবারের তালিকায় পুডিং বেশ মাজাদার খাবার,সব উৎসবের ভোজ শেষে পুডিং ছাড়া চলেই না! গরমের বিকেলে একটু ক্যারামেল পুডিং হয়ে যাক। #Myfirstrecipe

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

৩০ মিনিট
৫ জন
  1. ১ কাপ ঘন দুধ
  2. ৩ টিডিম
  3. ১/৩ কাপ চিনি (মিষ্টিটা নিজের স্বাদমতো)
  4. ১/২ চা চামচ ভ্যানিলা এসেন্স
  5. ২ চা চামচক্যারামেল এর জন্য (চিনি)

রান্নার নির্দেশ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে পুডিং এর বাটিতে চিনি দিয়ে চুলায় হালকা আচে ক্যারামেল করে নিতে হবে, পছন্দ মতো রং আশা পর্যন্ত ।

  2. 2

    সব উপকরণ গুলো এক সাথে ভালো করে মিশিয়ে নিয়ে, মিশ্রণটি ছেকে পুডিং এর বাটিতে ডেলে দিতে হবে।

  3. 3

    চুলায় প্রেশার কুকার বসিয়ে তার মধ্যে একটা ছোট তোয়ালে ভাঁজ করে দিয়ে দিতে হবে।এবাড় এর মধ্যে পুডিং এর বাটীটা বসিয়ে ডাকা দিয়ে প্রেশার কুকারের ডাকণা লাগিয়ে দিবে।হালকা আঁচে ১৫ মিনিট রান্না করে নিবে।৩ থেকে ৪টা সিটি দিয়ে গ্যাস বন্ধ করে দিন।

  4. 4

    বাটিটা সাবধানে তুলে একটু ঠান্ডা করে নিয়ে ফ্রিজে 1 ঘন্টা রেখে দিতে হবে, এবার বাটিটার চাড়পাশে একটা ছুরি দিয়ে ঘুরিয়ে নিবে, একটা প্লেটে উল্টে নিয়ে ইচ্ছে মতো পরিবেশণ করবে মজাদার ক্যারামেল পুডিং।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Suraya Akhter Runi
Suraya Akhter Runi @suru645789765a
বাংলাদেশ

মন্তব্যগুলি

Similar Recipes