ভেটকি মাছের ঝাল (Bhetki Machher Jhal, Recipe in Bengali)

Sikha Patra
Sikha Patra @cook_37576331

#DR

ভেটকি মাছের ঝাল (Bhetki Machher Jhal, Recipe in Bengali)

#DR

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

২৪ মিনিট
২ জন
  1. ৩ টুকরো ভেটকি মাছ
  2. ২ টেবিল চামচ আদা পেঁয়াজ বাটা
  3. ১ টেবিল চামচ রসুন বাটা
  4. স্বাদ মত নুন
  5. ৩ টেবিল চামচ সর্ষের তেল
  6. ৪ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ২ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো
  8. ১ টি টমেটো স্লাইস
  9. ২ চা চামচ গোটা সাদা জিরে
  10. ১/২ কাপ ধনেপাতা কুচি

রান্নার নির্দেশ

২৪ মিনিট
  1. 1

    ভেটকি মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে।

  2. 2

    এরপর করাইতে তেল দিয়ে ভেটকি মাছ হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    এরপর ওই তেলেই আলু ফুলকপি হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে।

  4. 4

    এরপর ওই তেলেই গোটা সাদা জিরে দিয়ে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা দিতে হবে।

  5. 5

    এরপর নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে কষাতে হবে।

  6. 6

    এরপর টমেটো স্লাইস দিয়ে আবার কষাতে হবে।

  7. 7

    তেল ছেড়ে আসলে জল দিয়ে ভেজে রাখা মাছ,আলু, ফুলকপি দিতে হবে।

  8. 8

    এরপর আলু ফুলকপি ভালো করে সিদ্ধ না হওয়া অব্দি ঢাকা দিয়ে রান্না করতে হবে

  9. 9

    এরপর আলু ফুলকপি সেদ্ধ হয়ে আসলে মাছ নরম হয়ে গেলে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন ভেটকি মাছের ঝাল‌।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Sikha Patra
Sikha Patra @cook_37576331

মন্তব্যগুলি

Similar Recipes