ফুলকপির ফুলুরি

Zamia Saquib
Zamia Saquib @cook_27214022

শীতের দিন গুলোয় সব্জীগুলোর স্বাদ বেড়ে যায় কয়েক গুন!! এই সময় বিকেলের চায়ের সাথে টা হিসেবে এই সব্জীর বড়ার বা ফুলুরির তুলনা নেই।

ফুলকপির ফুলুরি

শীতের দিন গুলোয় সব্জীগুলোর স্বাদ বেড়ে যায় কয়েক গুন!! এই সময় বিকেলের চায়ের সাথে টা হিসেবে এই সব্জীর বড়ার বা ফুলুরির তুলনা নেই।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

২০ মিনিট
৪জন
  1. ৮-১০ পিস ফুলকপি
  2. ১/২ কাপ ময়দা
  3. ১ টেবিলস্পুন চালের গুড়ো /কর্ন ফ্লাওয়ার
  4. ১/২ টিস্পুন হলুদ গুড়ো
  5. লবন
  6. ১/৪ টিস্পুন কালোজিরা
  7. গোল মরিচের গুড়ো
  8. ১/২ কাপ পানি
  9. তেল-ভাজার জন্য

রান্নার নির্দেশ

২০ মিনিট
  1. 1

    প্রথমে ফুলকপি গুলো কে বাইট সাইজ করে কেটে নিতে হবে।

  2. 2

    একটা পাতিলে এক চিমটি হলুদ ও একটু লবন সহ পানি দিয়ে টুকরো করা ফুলকপি গুলো ১০মিনিট সিদ্ধ করে নিতে হবে। ৭০% সিদ্ধ হতে হবে। এরবেশি না।

  3. 3

    এদিকে ব্যাটার তৈরী করে নিতে হবে। একটা বাটিতে ময়দা -১কাপ, চালের গুড়ো -১টেবিল স্পুন, এক চিমটি হলুদ, অল্প একটু গোলমরিচ গুড়ো, স্বাদমতো লবন, কালিজিরা দিয়ে, পর্যাপ্ত পানি দিয়ে ঘন একটি ব্যাটার বানাতে হবে। খুব পাতলা না, আবার বেশি ঘন ও না।

  4. 4

    প্যানে তেল গরম করে, একটা একটা করে ফুলকপি ব্যাটারে চুবিয়ে, ভাল করে মাখিয়ে তেলে দিতে হবে। মুচমুচে হয়ে উঠলে নামিয়ে নিতে হবে। গরম গরম চায়ের সাথে, শীতের বিকেলে এই নাস্তার জুড়ি নেই।

Edit recipe
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Zamia Saquib
Zamia Saquib @cook_27214022

Similar Recipes