ডিম আলুর চপ

Taslima Kona
Taslima Kona @Taslima_kona

এটি আমাদের পারিবারিক একটি রেসিপিি। সেই ছোট্ট বেলা থেকে খেয়ে আসছি দারুন মজার ঝাল ঝাল ইয়াম্মি ডিম আলুর চপ।

ডিম আলুর চপ

এটি আমাদের পারিবারিক একটি রেসিপিি। সেই ছোট্ট বেলা থেকে খেয়ে আসছি দারুন মজার ঝাল ঝাল ইয়াম্মি ডিম আলুর চপ।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

১ ঘন্টা ৩০ মিনিট
১৮ জন
  1. ১ কেজিগোল আলু
  2. ছয়টাসিদ্ধ ডিম
  3. ২ টা কাঁচা ডিম ফেটিয়ে নিতে হবে
  4. ১ কাপ পেঁয়াজ কুঁচি
  5. তিন ভাগের এক কাপমরিচ কুঁচি । আমি ঝাল বেশি খাই তাই মরিচ একটু বেশি নিয়েছি।
  6. ১/২ কাপ ধনেপাতা কুঁচি
  7. ৬ চা চামচ পাঁচফোড়নের গুঁড়া
  8. ১ চা চামচ গোলমরিচের গুঁড়া
  9. পরিমাণমতোলবণ
  10. তেল ভাজার জন্য
  11. ২ কাপটোস্ট বিস্কুটের গুঁড়া

রান্নার নির্দেশ

১ ঘন্টা ৩০ মিনিট
  1. 1

    আলু ও ডিম সিদ্ধ করে ডিমকে ১৮ ভাগ করে নিয়েছি । কেউ চাইলে আরো বেশি ডিম ব্যবহার করতে পারেন । সেদ্ধ আলু কে ভালোভাবে ম্যাশ করে এর মধ্যে পাঁচফোড়নের গুঁড়া, গোলমরিচের গুঁড়া ও লবণ মিশিয়ে ভালোভাবে মেখে নিতে হবে।

  2. 2

    কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ও কাঁচামরিচ নরম করে ভেজে এর মধ্যে মাখানো আলু দিয়ে বেশ কিছুক্ষণ ভাজতে হবেে। ধনেপাতা কুঁচি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে যখন আলুটা আঠালো আঠালো হয়ে আসবে তখন উঠিয়ে নিতে হবে। ডিম আলুর চপের আসল মজা হচ্ছে আলু ভাজার উপরে। যত বেশি ভাজবেন ততো বেশি টেস্টি হবেে।

  3. 3

    আলু উঠিয়ে ঠান্ডা করে হাতে একটু আলুর পুর নিয়ে এর মধ্যে ডিমের টুকরো ঢুকিয়ে একে ডিমের শেইপ দিতে হবে । এভাবে একে একে সবগুলো পুরকে দিয়ে চপ বানিয়ে নিতে হবে । এখন চপগুলো কে বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে কোটিং দিয়ে ফেটানো ডিমে ডিমটাকে ভালো করে চুবিয়ে আবারো বিস্কুটের গুঁড়ায় কোটিং করে 10 মিনিটের জন্য ফ্রিজে রাখতে হবে।

  4. 4

    কড়াইতে তেল গরম করে এর মধ্যে ডিম আলুর চপ গুলো হাল্কা বাদামি করে ভেজে নিতে হবে । খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় । একে একে সবগুলো ডিম আলুর চপ ভেজে নিতে হবে । পরিবেশন করুন গরম গরম ঝাল ঝাল ডিম আলুর চপ। এ আলুর চপ একবার খেলে অন্য কোন ডিম আলুর চপ মুখে নিতে আর ইচ্ছে করবে না একথা বলতে পারি।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Taslima Kona
Taslima Kona @Taslima_kona

মন্তব্যগুলি

Similar Recipes