Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

  1. ৬ টি বড় আলু
  2. ৩ টি সিদ্ধ ডিম
  3. ১ টি কাচা ডিম
  4. ভাজার জন্য তেল
  5. পেঁয়াজ কুচি
  6. ভাজা শুকনো মরিচ গুঁড়া
  7. বিস্কুট গুরা অথবা ব্রেড ক্রাম্ব

রান্নার নির্দেশ

  1. 1

    প্রথমে আলু ও ডিম গুলো সিদ্ধ করতে দিতে হবে। আলু গুলো সিদ্ধ হবার পরে পানি ফেলে,আলুগুলো চুলায় গরম করে শুকনো করে নিতে হবে, যাতে আলুর ভিতরে কোনো পানি না থাকে।

  2. 2

    অন্য একটি চুলায় একটি পাত্রে সামান্য তেল নিয়ে পেঁয়াজ বাদামি করে ভেজে নিতে হবে,পেঁয়াজ ভাজা হয়ে গেলে,শুকনো মরিচ গুঁড়ো এবং পরিমান বুঝে লবণ তার মধ্যে দিয়ে মাখিয়ে নিতে হবে ।

  3. 3

    সিদ্ধ আলুর ছিলকা ছড়িয়ে,সেই মাখানো পেঁয়াজ ও মরিচ এর মধ্যে দিয়ে ভালো করে ভর্তা করে নিতে হবে।

  4. 4

    ভর্তা হয়ে গেলে, হাতের তালুতে অল্প একটু আলু নিয়ে,
    সিদ্ধ ডিম গুলো ৪ ফালি করে নিয়ে তার একটি ফালি আলুর মধ্যে দিয়ে সেটি লম্বাটে গোলাকার সেপ করে নিবো।

  5. 5

    সব গুলো আলু সেপ করা হয়ে গেলে সেটি আরেকটি বাটি তে বিট করে রাখা কাচা ডিম এর মধ্যে চুবিয়ে নিবো এরপর ব্রেড ক্রামব এ জড়িয়ে নিয়ে এইভাবে ডাবল কোট করে নিবো।

  6. 6

    শেষে ডিমের চপ গুলো,একটি পাত্রে গরম তেলে ভেজে নিবো ।এটি ভাজতে অল্প সময় এ হয়ে যাবে।

Edit recipe
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
MAHBUBA MAHMUD MOLLY
MAHBUBA MAHMUD MOLLY @molly_rannabanna1

মন্তব্যগুলি

Similar Recipes