মুরগির কলিজা গিলা ভুনা

Asma Akter Tuli
Asma Akter Tuli @Asma_tuli

উফফফ এটা যে আমার কি ভাল লাগে,,,চিকেন এর সাথে না মিশিয়ে আমি এইভাবে খাই প্রতিবারে চিকেন আনার পর।

মুরগির কলিজা গিলা ভুনা

উফফফ এটা যে আমার কি ভাল লাগে,,,চিকেন এর সাথে না মিশিয়ে আমি এইভাবে খাই প্রতিবারে চিকেন আনার পর।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

  1. 2 কাপমুরগির কলিজা গিলা গলা
  2. 2 চামচআদা রসুন বাটা
  3. 1/2 কাপপেয়াজ
  4. 1 চা চামচহলুদ গুরা
  5. চা চামচমরিচ গুরা দের
  6. 1 চা চামচধনে জিরা গুরা
  7. 1/4 কাপতেল
  8. এলাচ
  9. দারচিনি
  10. তেজপাতা
  11. 5 টিকাচামরিচ
  12. পানি
  13. লবণ

রান্নার নির্দেশ

  1. 1

    কলিজা গিলা ধুয়ে সব মসলা একসাথে করে নিব

  2. 2

    পেন এ পেয়াজ দিয়ে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে বাদামি করে ভেজে চিকেনও মসলা দিয়ে একটু পানি দিয়ে কষাব 10 মিনিট

  3. 3

    এবার দের কাপ পানি লবনও কাচামরিচ দিয়ে মিশিয়ে দিব

  4. 4

    ঢাকনা দিয়ে রান্না করব

  5. 5

    পানি শুকিয়ে তেল মাংসেে গায়ে আসলে একটু গরমমসলা গুরা দিয়ে নেরেচেরে দিব

  6. 6

    একদম ভুনা ভুনা করে নামিয়ে নিব,।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Asma Akter Tuli
Asma Akter Tuli @Asma_tuli

মন্তব্যগুলি

Similar Recipes