রুই মাছের মুড়িঘন্ট(Rui macher muri ghonto recipe in Bengali)

Tanxeena Milee
Tanxeena Milee @cook_24030746
Bangladesh

বাঙালি দেশীয় খাবার হিসেবে মুড়িঘন্ট বেশ পরিচিত। মাছের মাথা ও বিভিন্ন অংশ দিয়ে মুগের ডালের সাথে তৈরী করা যায় মজাদার এই খাবারটি। ভাত, পরোটা, রুটির সাথে খেতে দারুণ লাগে।চলুন দেখে নেয়া যাক কিভাবে এটি তৈরী করা যায়।

রুই মাছের মুড়িঘন্ট(Rui macher muri ghonto recipe in Bengali)

বাঙালি দেশীয় খাবার হিসেবে মুড়িঘন্ট বেশ পরিচিত। মাছের মাথা ও বিভিন্ন অংশ দিয়ে মুগের ডালের সাথে তৈরী করা যায় মজাদার এই খাবারটি। ভাত, পরোটা, রুটির সাথে খেতে দারুণ লাগে।চলুন দেখে নেয়া যাক কিভাবে এটি তৈরী করা যায়।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

৩০ মিনিট
4-6 সারভিংস
  1. ১ টিরুই মাছের মাথা – (সাথে দু-তিন টুকরা মাছ আর লেজ)
  2. ১ কাপমুগডাল
  3. ১ কাপপেয়াজ বেরেস্তা(এটা অপশনাল)
  4. ১ টা পেঁয়াজ কুচি ছোট
  5. ১ টেবিল চামচআদা বাটা
  6. ১ চা চামচরসুন বাটা
  7. ২ চা চামচমরিচ গুড়া
  8. ১ চা চামচহলুদ গুঁড়া
  9. ১ চা চামচজিরা বাটা
  10. প্রয়োজন অনুযায়ীগোটা গরম মশলা
  11. ২ টিতেজপাতা
  12. ১/২ চা চামচভাজা জিরার গুঁড়া
  13. ৪/৫ টিকাঁচামরিচ
  14. ১/৪ কাপতেল
  15. ২ চা চামচঘি
  16. স্বাদ অনুযায়ীলবণ

রান্নার নির্দেশ

৩০ মিনিট
  1. 1

    রান্নার শুরুেতেই মুগডাল স্বল্প আঁচে বাদামী করে ভেজে নিতে হবে। মাছের আঁশটে গন্ধ দূর করতে একে লবণ ও লেবুর রস দিয়ে মিনিট দশেক মেখে রেখে ভালো করে ধুয়ে নিতে হবে।

  2. 2

    এবার লবণ – হলুদ দিয়ে মেখে সোনালী করে ভেজে নিতে হবে

  3. 3

    কড়াইতে তেল গরম করে তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পিয়াজ কুচি একটু লালচে করে ভেজে ভাজা জিরার গুড়া বাদে একে একে বাকি মশলা, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

  4. 4

    তারপর এতে ডাল দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিয়ে ১ কাপ পানি দিয়ে ঢেকে দিতে হবে।

  5. 5

    দশ মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে মাছ দিয়ে দিতে হবে।

  6. 6

    এবার মাছকে কষানোর পালা। মাছ যখন কিছুটা ঝোল কষে আসবে, তখন তাতে আরো ১ কাপ পানি ও কাঁচামরিচ দিয়ে ঢেকে দিতে হবে।

  7. 7

    ৬-৮ মিনিট পর ঢাকনা তুলে বেরেস্তা ও ভাজা জিরার গুড়া দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে।

  8. 8

    আরো ৩/৪ মিনিট পর ঘি ছড়িয়ে নামিয়ে পছন্দ মতো ডেকোরেশন করে পরিবেশন করিুন।

Edit recipe
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Tanxeena Milee
Tanxeena Milee @cook_24030746
Bangladesh

মন্তব্যগুলি

Similar Recipes