মালাই ঘিওর

উপকরণ:
সিরা:
চিনি-১কাপ
পানি-আধা কাপ
লেবুর রস-আধা চা চা
এলাচি-৩টা,মুখ ফাটানো
গোলাপ জল-১চা চা
রাবড়ী বা মালাই:
দুধ-১লিটার
চিনি-৪টে চা বা স্বাদমত(হালকা মিষ্টি হওয়ার জন্য)
গোলা বা batter:
ময়দা-১কাপ
ঘি-৪টে চা
Ice cube-৪/৫টা
ফ্রীজের ঠাণ্ডা দুধ-আধা কাপ
ফ্রীজের ঠান্ডা পানি-প্রয়োজন মত
বেসন-১টে চা
লেবুর রস-১চা চা
ভাজার জন্য পর্যাপ্ত তেল বা ঘি
পরিবেশনের জন্য
প্রয়োজন ও পছন্দ মত পেস্তা বাদাম ও ড্রাই ফ্রুট কুচি
মালাই ঘিওর
উপকরণ:
সিরা:
চিনি-১কাপ
পানি-আধা কাপ
লেবুর রস-আধা চা চা
এলাচি-৩টা,মুখ ফাটানো
গোলাপ জল-১চা চা
রাবড়ী বা মালাই:
দুধ-১লিটার
চিনি-৪টে চা বা স্বাদমত(হালকা মিষ্টি হওয়ার জন্য)
গোলা বা batter:
ময়দা-১কাপ
ঘি-৪টে চা
Ice cube-৪/৫টা
ফ্রীজের ঠাণ্ডা দুধ-আধা কাপ
ফ্রীজের ঠান্ডা পানি-প্রয়োজন মত
বেসন-১টে চা
লেবুর রস-১চা চা
ভাজার জন্য পর্যাপ্ত তেল বা ঘি
পরিবেশনের জন্য
প্রয়োজন ও পছন্দ মত পেস্তা বাদাম ও ড্রাই ফ্রুট কুচি
রান্নার নির্দেশ
- 1
চিনির সিরা: প্রথমে একটি পাত্রে চিনি, পানি,এলাচ দিয়ে নেড়ে নেড়ে জ্বাল দিয়ে এক তার মত ঘন হলে বা দুই আঙ্গুলের মধ্যে চট চট করলে লেবুর রস ও গোলাপ জল দিয়ে নেড়ে নামিয়ে নিন।
- 2
রাবড়ি বা মালাই তৈরী: কড়াইয়ে দুধ দিয়ে ঘন ঘন নেড়ে জ্বাল দিয়ে ঘন করতে হবে। চার পাশে জমা সর চেঁচে দিতে হবে। দুধ অর্ধেক হয়ে গেলে চিনি অল্প অল্প করে দিয়ে ঘন থকথকে হলে নামিয়ে নিতে হবে। হালকা মিষ্টি হবে।
- 3
গোলা তৈরী : একটি মিক্সার গ্রাইন্ডারে 4টে চা ঘি ও ice cube ৪/৫টি নিয়ে অল্প অল্প pulse দিয়ে সলিড বাটারের মত হলে তাতে ঠাণ্ডা দুধ দিয়ে ব্লেন্ড করতে হবে। এবার অল্প অল্প করে ময়দা ও পানি দিয়ে ব্লেন্ড করতে হবে। সব ময়দা দেওয়া হয়ে গেলে বেসন ও লেবুর রস মিশিয়ে নিতে হবে। গোলা বেশী ঘন বা পাতলা হবে না, ঘনত্ব এমন হবে যেন ঢাললে একটা stream বা লাইনের মত হবে, ঘন থকথকে বা পাতলা সুতার মত হবেনা। সবচেয়ে জরুরী হচ্ছে গোলা খুব ঠাণ্ডা হতে হবে, বানিয়েই এটা বরফ পানি ওয়ালা বাটিতে বসিয়ে ফ্রীজে রাখতে হবে যতক্ষণ না তেল গরম হয়
- 4
ঘিওর তৈরী: ঘিওর ভাজা হয় ঘিতে। কিন্তু এত ঘি তো খরচ করা সম্ভব নয়, তাই আমরা তেলেই ভাজব, সঙ্গে একটু ঘি মিশিয়ে নেওয়া যেতে পারে। ভাজার জন্য সাইড উঁচু ভারী সসপ্যান বা ননস্টিক প্যান দরকার, ছোট সাইজের হলে প্রথম বার বানাতে সুবিধা হবে কারন ঘিওর অত্যন্ত নরম, সাবধানে হ্যান্ডেল করতে হয়। তেল প্রায় অর্ধেক পর্যন্ত দিতে হবে। উঁচু তাপে ভাজতে হবে তবে আগুন যেন পাত্রের নীচটা জুড়ে থাকে, সাইডে না উঠে। তেল খুব ভালো করে গরম হলে অল্প একটু গোলা দিয়ে দেখতে হবে তেল ঠিক মত গরম হয়েছে কীনা। এবার বড় গোল চামচের আধা চামচ নিয়ে
- 5
এক দেড় ফুট উঁচু থেকে সাবধানে ছাড়তে হবে, তেলের মধ্যে জালির মত তৈরী হবে। যখন ভেসে উঠবে তখন আবার ঢালতে হবে। দ্বিতীয় বার দেওয়ার পরে একটা কাঠি দিয়ে মাঝখানে খালি করে দিতে হবে। এরপর এখানেই গোলা ঢালতে হবে ও প্রত্যেক বারই ফাঁক করে দিতে হবে। সাইডে যদি পাতলা মনে হয় সেখানেও গোলা ঢালতে হবে। মাঝে মাঝে সাবধানে ঘুরিয়ে ও ডুবিয়ে ভাজতে হবে। ১0-১২বার দেওয়ার পরেই বুঝতে পারবেন আর জালি হচ্ছে না, তখন গোলা দেওয়া বন্ধ করে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে লালচে বাদামী করে ভেজে খুব সাবধানে তুলে একটা জালির উপর রেখে তেল ঝাড়াবেন।
- 6
একবার গোলা দেওয়া শেষ হলে বাটিটা আবার ফ্রীজে রাখবেন যাতে গরম না হয়ে যায়। দরকার হলে পরের বার এক দুই চামচ ঠান্ডা পানিও মেশাতে পারেন ঘনত্ব ঠিক রাখার জন্য। তৈরী করা ঘেওর ৮-১0 দিন পর্যন্ত এয়ার টাইট কন্টেইনারে রাখা যায়।
- 7
পরিবেশন: পরিবেশনের প্লেটে ঘেওর বসিয়ে চামচে করে চিনির সিরা ছড়িয়ে দেবেন। অল্প পেস্তা বাদাম কুচি ছিটিয়ে দেবেন। এর উপরে মালাই বিছিয়ে দেবেন। এবার সামান্য সিরা ছিটিয়ে নিজের পছন্দ মত পেস্তা বাদাম ড্রাই ফ্রুট কুচি ছড়িয়ে দেবেন। অপূর্ব স্বাদের ঘিওর আপনার স্বাদ গ্রহনের জন্য তৈরী!
কুকস্ন্যাপগুলি
আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!
Similar Recipes
-
কাশ্মীরী গোলাপী চা। Kashmiri pink tea
চা তো আমরা রোজই পান করি। মাঝে মাঝে একটু অদল বদল করে খেলে বেশ ভালো লাগে। যদিও এই কাশ্মীরী চা বানানো বেশ সময় সাপেক্ষ ও একটু কঠিন তারপরে ও কুকপ্যাডের বন্ধুদের জন্য নিয়ে এলাম খেতে দারুণ এই চা।#Happy C Naseem A -
মশলাদার দুধ চা। Masala Milk Tea
আমরা সাধারণ ভাবে পানিতে চা পাতা ফুটিয়ে পরে দুধ মিশিয়ে চা বানাই। তবে অতিথি আপ্যায়নের জন্য অথবা নিজেকে নিজে আপ্যায়নের জন্য আমরা মাঝে মাঝে মশলা দুধ চা বানাতে পারি! C Naseem A -
গোলাপ জাম মিষ্টি।
বাংলাদেশ হল মিষ্টির দেশ। কত রকমের মিষ্টি যে আছে এই দেশে। আর ছেলেবুড়ো সবাই মিষ্টির জন্য পাগল! এতসব মিষ্টির মধ্যে একটি খুবই জনপ্রিয় মিষ্টি হচ্ছে গোলাপ জাম। বানানো ও সহজ। তাই সবাইকে মিষ্টি মুখ করানোর জন্য হ্যাপি কুকিং চ্যালেন্জে আমি বানিয়েছি গুড়া দুধের গোলাপ জাম মিষ্টি।#Happy C Naseem A -
Designer patishapta or Rangila patishapta
পাটিসাপটা বাংলাদেশের খুবই প্রচলিত ও সুস্বাদু একটি পিঠা যা ছেলে বুড়ো সবাই পছন্দ করে! সাধারণ সাদা পাটিসাপটায় আমি নতুনত্ব আনতে চেষ্টা করেছি রঙীন গোলা ব্যবহার করে। আশা করি আপনাদের এই সুন্দর রঙীন পাটিসাপটা ভালো লাগবে!#পিঠা C Naseem A -
-
ক্রিমি লেমোনেড 🥛💕
এই রেসিপি টি ট্রাই করার সময় খুব একটা সিওর ছিলাম না টেস্ট কেমন হবে! কিন্তু অসাধারণ হয়েছে। ভিন্ন লেমোনেড/ লেবুর জুস বা শরবৎ ট্রাই করতে পারেন এই রেসিপির সাথে! Farzana Mir -
বাসবুসা- মধ্যপ্রাচীয় সুজির কেক। Basbusa-A delicious Middle Eastern Cake
What's cooking this week challenge এ আমার উত্তর হচ্ছে সুজির কেক ও সুজির বড়া। তাই আমি প্রথমে নিয়ে এলাম সুস্বাদু সুজির কেক বাসবুসা যেটা মধ্যপ্রাচ্যের একটি জনপ্রিয় নাস্তা। C Naseem A -
পেয়ারার জেলী। Guava Jelly
এখন পেয়ারার মৌসুম। করোনা কাল শুরু হওয়ার পর আর জেলী বানাইনি। তাই এবার ভাবলাম নাতি নাতনীদের জন্য একটু জেলী বানিয়েই ফেলি! C Naseem A -
চীজ পাস্তা
উপকরণ:পাস্তা – ১ কাপপানি – ৪ কাপলবণ – স্বাদমতোতেল – ১ চা চামচপেঁয়াজ – ১টি (কুচি করে কাটা)টমেটো – ১টি (কুচি করে কাটা)ক্যাপসিকাম / বেল পেপার – ১/২ কাপ (কুচি করে কাটা)গাজর – ১/২ কাপ (কুচি করে কাটা)রসুন – ২ কোয়া (কুচি করে কাটা)সয়া সস – ১ চা চামচটমেটো সস – ১ টেবিল চামচগোলমরিচ গুঁড়া – ১/২ চা চামচচিজ – স্বাদমতো (ঐচ্ছিক)মাখন বা তেল – ২ টেবিল চামচপ্রস্তুত প্রণালী:1. পাস্তা সিদ্ধ করা:একটি পাত্রে ৪ কাপ পানি, একটু লবণ ও ১ চা চামচ তেল দিয়ে ফুটিয়ে নিন। এরপর পাস্তা দিয়ে ৮–১০ মিনিট সিদ্ধ করুন। নরম হয়ে গেলে পানি ঝরিয়ে রাখুন।2. সবজি ভাজা:অন্য একটি প্যানে তেল বা মাখন গরম করে রসুন দিয়ে ভাজুন। এরপর পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম ও টমেটো দিয়ে ২-৩ মিনিট ভাজুন।3. মশলা ও সস দেওয়া:সবজিতে সয়া সস, টমেটো সস, গোলমরিচ ও সামান্য লবণ দিন। ভালোভাবে মিশিয়ে নিন।4. পাস্তা মেশানো:এখন সিদ্ধ পাস্তা দিন এবং সব উপকরণ ভালোভাবে মিশিয়ে দিন। ২-৩ মিনিট নাড়াচাড়া করে রান্না করুন।5. চিজ দেওয়া (ঐচ্ছিক):চিজ উপরে ছিটিয়ে দিন এবং ঢেকে রাখুন যতক্ষণ না চিজ গলে যায়।6. পরিবেশন:গরম গরম চিজি পাস্তা পরিবেশন করুন কেচাপ বা চাটনি দিয়ে। Cooking Tips BD -
মিন্ট লেমনেড ও পোমেগ্রেনেট সিনোরিটা আর অরেন্জ মিন্ট মকটেল।
#রান্নাএকসাথে তিনটা ড্রিংকস হাজির করলাম! একটা হচ্ছে রিফ্রেশিং মিন্ট লেমনেড যা আপনাকে সতেজ করে তুলবে। দ্বিতীয় টা হচ্ছে লাস্যময়ী বেদানার রস যা আপনাকে দেবে প্রশান্তি। আর সবশেষে উপরে রেশমী ক্রীমের সাজে কমলা আর পুদিনার ড্রিংকের মেলবন্ধন যা আপনাকে এক মোহনীয় আবেশে আপ্লুত করবে! C Naseem A -
গোলাপজামুন কাস্টার্ড
#mishti মিষ্টি বা ডেজার্ট মানেই গোলাপজামুন,চমচম এগুলো সবারই খুব পছন্দ ,বিশেষ কোনো আয়োজন /বিয়ে উৎসবে মিষ্টি ছারা চলেইনা ৷আমি খুবই গোলাপজামুন পছন্দ করি আর তার সাথে একটু নতুনত্ব জোগ করলাম আর তৈরি করে পরিবেশনের পর সবাই খুব টেষ্ট বললো গোলাপজামুন কাস্টার্ড Anisa Akter Nupur -
-
হানি এন্ড লেমন চিকেন কিউবস্।
#রান্না।চমৎকার স্বাদ ও লেবুর সুগন্ধে ভরপুর একটি ডিশ,যা পরিবেশন করা হয় মধু ও লেবুর সসের সঙ্গে।সুস্বাদু এই রেসিপিটি খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরী করা যায়। Bipasha Ismail Khan -
আমার মা এর প্রিয় শাহী গোলাপ জামুন মিষ্টি
আমার মা, পৃথিবীর একদিকে আমার মা,আর অন্য দিকে আমার সবকিছু....আমি আমার মা এর প্রথম সন্তান, পৃথিবীতে এক জীবনে যতটা ভালোবাসা,আদর,আল্লাদ করা যায় ....তার সবটুকু ই আমার মা আমাকে দিয়েছেন....নিজের জীবনে অনেক কিছুতেই ছাড় দিয়ে হলেও নিজের স্বামী সন্তানকে খুশি রাখার আপ্রাণ চেষ্টা করেছেন প্রতিনিয়ত...সহজ সরলসাদা মনের সদা হাস্যোজ্জ্বল আমার মা এর মায়াবী মুখ খানি ই আমার জীবনের সবচেয়ে বড় স্বচ্ছ শক্তি ও প্রেরণা।আমার মা মিষ্টি খেতে খুব পছন্দ করেন।মিষ্টি আর নিমকি তার খুব পছন্দের খাবার। শুনেছি, মা যখন ছোট ছিলেন,তখন ও মিষ্টি খুব বেশী পছন্দ করতেন।আমার বাবা খুব ভালো করে জানেন,আমার মা এর পছন্দ অপছন্দ সম্পর্কে....বাবা কে দেখতাম...প্রায় ই হাতে করে এক বক্স গোলাবজামুন মিষ্টি নিয়ে আসতেন,আর সাথে নিমকি,যা শুধু আমার মা এরজন্য ই আনতেন আমার বাবা। আর তা দেখে মা এর মুখ খানা খুশিতে চকচক করতো... মনে হতো কি জানি পেয়ে গেছেন....অল্পতেই খুশি থাকার কারণে আমার মা বাবা অনেক সুখী,আর সুন্দর সুখী জীবন কাটিয়েছেন একসাথে সারাটা জীবন।এর মূল হচ্ছে একে অপরের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধাবোধ।ভালোবাসি মা ও বাবা । তোমাদের মতো ভালো মানুষের সন্তান হতে পেরে অনেক গর্ববোধ করি আমি। ♥️আজ আমি আমার মা এর জন্য গোলাবজামুন মিষ্টি বানালাম,মা এর প্রতি আমার অকৃত্রিম ভালবাসা ও শ্রদ্ধা থেকে রেসিপি টি সবার সাথে শেয়ার করবো। সবাই আমার মা এর জন্য দোয়া করবেন ♥️♥️♥️♥️ Tasnuva lslam Tithi -
রাজস্থানি রাবড়ি মালপোয়া (Rajasthani rabri malpua Recipe in Bengali)
#GA4 #week25আমি এবার পাজল বক্স থেকে রাজস্থানী বেছে নিয়েছি।রাজস্থানী এই পিঠা টি অসাধারণ স্বাদের। চটজলদি তৈরি করা যায়,আবার খেতেও অপূর্ব। Tasnuva lslam Tithi -
-
আচারি বেগুন/বাগায়রা বাইগন/টকমিষ্টি বেগুন
আচারি বেগুন বা বাগায়রা বাইগন একটি খুবই জনপ্রিয় একটি খাবার। পশ্চিমা দেশে এটি বাইঙ্গন ভর্তা নামে মেনুতে থাকে, ওরাও এটা খাবার জন্য পাগল। এটি আদতে হায়দরাবাদের রান্না। আমরা ও এটা গ্রহণ করেছি সাদরে আমাদের মত করে। C Naseem A -
স্পাইসি পোলাও
আমি পোলাও রাধতে গেলে একদম তেল দিতে ভাল লাগে না ,কোনরকম পেয়াজটা ভাজতে যতটুকো তেল বা ঘি প্রয়োজন সেটুকো দিয়ে রাধতে ও খেতে পছন্দ করি। Asma Akter Tuli -
মশলা দুধ চা
সকাল বিকেলে শরীর ও মন ভালো করে দেয় এক কাপ গরম চা।☕☕আমি আদা ওএলাচ দিয়ে করেছি দুধ চা আশা করি সবাইর ভালো লাগবে।❤️❤️#VS4 Khaleda Akther -
আফলাতুন
খুব প্রিয় কিছু মিষ্টির মধ্যে আফলাতুন অন্যতম । ভীষণ প্রিয় আফলাতুন এর রেসিপি টি শ্রদ্ধেও প্রিয় নাসিম আন্টির @cook_26638784 এর রেসিপি দেখে বানিয়েছি, আশাকরি সবার ভালো লাগবে।আর আন্টিকে আন্তরিক ধন্যবাদ এতো সুন্দর রেসিপি এর জন্য ♥️ ধন্যবাদ। Tasnuva lslam Tithi -
স্মুদি ❤️❤️
সুস্বাদু পানীয় হিসেবে স্মুদি বেশ জনপ্রিয় এখন। বলা চলে স্মুদি খাওয়ার একধরনের ট্রেন্ডই চলছে আমাদের শহরে। ইফতারে রোজার ক্লান্তি দুর করে দেয় এক গ্লাস ঠান্ডা স্মুদি।আজ তৈরি করব বাংগীর স্মুদি। Farzana Wahida -
লাল আঙুরের জুস(Red Grapes Juice recipe in Bengali)
#পানীয়এই পানীয় টি এই গরমে প্রশান্তির পাশাপাশি আয়রনের ঘাটতি কমিয়ে দিবে।শরীর ও মনকে সতেজ করবে। Tasnuva lslam Tithi -
সুজির কালোজাম
কালোজাম মিষ্টি পছন্দ করেনা এমন মানুষ কম ই আছে।আমারতো ভিষণ পছন্দ কালোজাম মিষ্টি।।তবে সবসময় ছানা দিয়েঘরে মিষ্টি বানানো খুব কঠিন হয়ে যায়।সেই কঠিন কাজ কে সহজ করে দেয় "সুজি"।কারণ ছানার পরিবর্তে সুজি দিয়েও তৈরি করে ফেলা যায় মজাদার সুজির কালোজাম।🥰🥰❤️ Tasnuva lslam Tithi -
কাঁচা আমের লাস্যি
#happyকাঁচা আমের লাস্যি তেল অসাধারণ দুটি উপাদান আছে,একটি কাঁচা আম ও আরেকটি টকদই।দুটির মিশ্রণে দারুন এই পানীয় এই গরমে শরীরের জন্য খুবই উপকারী। ধন্যবাদ। Tasnuva lslam Tithi -
চকোলেট টি ল্যাটে
#happyচা প্রেমিদের জন্য নিয়ে এলাম একটু নতুনত্ব এর ছোঁয়ায় এক কাপ ধোঁয়া ওঠা চকোলেট মিশ্রিত চা। বাড়িতে মেহমান এলে অথবা ছুটির দিনে বাড়ির সবাই কে এই চা টি বানিয়ে খাইয়ে চমকে দিতেই পারেন।আমার বাসায় সবাই এই চা খুবই পছন্দ করে। একঘেয়ে দুধ চা এর পরিবর্তে মাঝে মাঝেইভিন্নতার ছোঁয়ায় এক চা কার না ভালো লাগে?? Tasnuva lslam Tithi -
কাঁচা মিঠা আমের শরবত
#ঝটপটএই গরমে রোজায় সারাদিন রোজা রাখার পর প্রশান্তি এনে দিবে এই শরবত।এখন কাঁচা আমের সময়।সব জায়গায় পাওয়া যাচ্ছে।এই শরবতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও মিনারেল রয়েছে,তা শরীর ও মনে আনে প্রশান্তি।ছোটবেলায় কাঁচা আমের শরবত আমার মা বানাতো।আর খুবই প্রিয় ছিল সেই শরবত।ইফতার টেবিলে কাঁচা আমের শরবত এর সেই শিশু বেলার স্মৃতি মনে করেই তৈরি করলাম কাঁচা মিঠা আমের শরবত। আশাকরি সবার ভালো লাগবে। ধন্যবাদ। Tasnuva lslam Tithi -
গন্ধরাজ চিকেন
গন্ধরাজ লেবু আমার খুব প্রিয়,কারণ এর গন্ধ অসাধারণ লাগে,এই লেবুর রস ওবেশি হয়।এই লেবুর রস, লেবুর খোসা সহ টুকরা ও পাতা দিয়ে রান্না করলাম গন্ধরাজ চিকেন।আশাকরি সবার ভালো লাগবে।বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে 🇧🇩❤️😍 Tasnuva lslam Tithi -
গোলাপ জাম মিষ্টি।
গোলাপজাম ভালবাসেনা এমন মানুষ খুঁজে পাওয়া দায় !আর সেই রেসিপিটি যদি তৈরি করা যায় বাসায় ,তাহলে তো আর কথাই নেই ,প্রিয় খাবারটি উপভোগ করা যাবে যে কোন সময়ে ।তাই আমি নিয়ে এলাম সহজ উপায়ে সবার প্রিয় গোলাপজাম মিষ্টি তৈরির রেসিপি। Bipasha Ismail Khan -
পুরভরা রঙীলা পিঠা।
বাংলাদেশের একটা পিঠা আছে যেটা দুটো ছোট্ট রুটির মাঝখানে ক্ষীরসা ভরে সাইড বন্ধ করে তারপর তেলে ভেজে চিনির সিরায় ডুবিয়ে তৈরী করা হয়, সম্ভবত এটার নাম গোকুল পিঠা। যাই হোক এই পিঠাটাকে আমি আমার নিজস্ব রেসিপিতে নতুন ও আরও সুন্দর ভাবে হাজির করেছি। আর হ্যা, হাতে নিয়ে খেতে গেলে সিরার চটচটে ভাবটা আমার একটুও ভালো লাগেনা তাই আমি ময়দা মাখানোর সময়ই পরিমাণ মত চিনি মিশিয়ে নিয়েছি যাতে আর সিরায় ডোবানোর আর দরকার না হয়!আর দেখতে সুন্দর হওয়াটা আমার কাছে অনেক জরুরী!#পিঠা C Naseem A -
ঝটপট কালোজাম মিষ্টি
#ঝটপটআমার বাসায় রোজার সময় মেহমান আসলে আমি একটা স্পেশাল আইটেম করে থাকি,তা হলো যেকোন মিষ্টি।কারণ ভাজা পোড়া ঝাল অনেক খাবারের সাথে মিষ্টি অনেক ভালো লাগে।আমি চটজলদি গুঁড়া দুধের একটা কালোজাম বানাই,তা বানাতে আমার ২০ মিনিট এর বেশি সময় লাগেনা।আর মেহমান আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ,তাদের কে নিজ হাতে মিষ্টি বানিয়ে খাওয়াতে পারলে আমার খুব ভালো লাগে।ইফতারে মেহমানদের জন্য তাই আজ আমার রেসিপি ঝটপট কালোজাম মিষ্টি Tasnuva lslam Tithi
More Recipes
মন্তব্যগুলি (3)