ভেজিটেবল চপ(Vegetable Chop Recipe In Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

#ebook06
#Week5
এবারের চপ আমি একটু অন্য ভাবে করলাম

ভেজিটেবল চপ(Vegetable Chop Recipe In Bengali)

#ebook06
#Week5
এবারের চপ আমি একটু অন্য ভাবে করলাম

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

১ঘন্টা
৫জন
  1. ২টো বীট
  2. ১টি গাজর
  3. ২টি পটল
  4. ১টি আলু
  5. ১টি টমেটো
  6. ১/২ আঁটি ধনেপাতা
  7. ১ চা চামচ আদাবাটা
  8. স্বাদ অনুযায়ীনুন
  9. ১/২ চা চামচ চিনি
  10. ২টো লঙ্কা কুচি
  11. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  12. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  13. ১ চা চামচ + ২ টোভাজা মশলা গুঁড়ো (জিরে ও শুকনো লঙ্কা )
  14. ১কাপ বিস্কুট গুঁড়ো
  15. ২ +২চা চামচ কর্নফ্লাওয়ার + ময়দা
  16. ১/২ চা চামচ +২টো পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা
  17. ১/৪কাপ রোষ্ট করা বাদাম
  18. পরিমাণ মতভাজার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ

১ঘন্টা
  1. 1

    প্রথমেই খোসা ছাড়ানো বিট ও গাজর ও আলু ছোট করে কেটে সেদ্ধ করে নেব।পটোল খোসা ছাড়িয়ে গ্ৰেট করে নেবো।এবার বিট ও গাজর একটু চটকে মেখে নেবো।বাদাম ভেজে নেবো।

  2. 2

    এবার কড়াইয়ে ২চামচ তেল গরম করে পাঁচ ফোড়ন ও লঙ্কা ফোড়ন দিয়ে গ্ৰেট করা পটোল ও নুন দিয়ে একটু ভেজে সেদ্ধ করা বিট,গাজর,আলু,টমেটো,নুন চিনি, ধনেগুড়ো, ধনেপাতা কুচি,লঙ্কা গুড়ো দিয়ে ভালো করে নাড়তে হবে, ভাজা বাদাম দিয়ে দিতে হবে।নাড়তে নাড়তে বেশ শুখনো মতো হয়ে এলে ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

  3. 3

    এবার ঠান্ডা হয়ে গেলে গোল গোল করে গড়ে নেব।এবার কর্নফ্লাওয়ার,নুন, ময়দাদিয়ে ব‍্যাটার গুলে নেবো, ও একটি প্লেটে বিস্কুট গুড়ো নেবো।একটি করে চপ বিস্কুট গুড়ো লাগিয়ে ব‍্যাটারে চুবিয়ে আবার ও বিস্কুট গুড়ো লাগিয়ে গড়ে নেবো, এভাবে সবকটি গড়ে নেবো।এবার তেল গরম করে অল্প আঁচে সবকটি ভেজে নেবো।এবার শসা,টমেটো,লঙ্কা,ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে,ও বাদাম ও চানাচুর দিয়ে মুড়ি মেখে সঙ্গে গরম গরম চপ পরিবেশন করলাম।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes