ধনিয়া চিকেন

Shikha Paul
Shikha Paul @shikhapaul777
Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

৫০ মিনিট
৫ জন
  1. ৫০০ গ্রাম চিকেন
  2. ১৫০ গ্রাম ধনে পাতা
  3. স্বাদমতোলবণ
  4. ১ চা চামচআদা বাটা
  5. ১ চা চামচ পেয়াজ বাটা
  6. ১ চা চামচ রসুন বাটা
  7. ২ টেবিল চামচপেয়াজ কুচি
  8. ২ টি তেজ পাতা
  9. ২ টেবিল চামচলেবুর রস
  10. গোটা গরম মসলা
  11. ১ চা চামচ হলুদ গুড়ো
  12. ১ চা চামচ জিরে গুড়ো
  13. ১/২ চা চামচ মরিচ গুড়ো
  14. ১ চা চামচ ধনে গুড়ো
  15. ১/২ চা চামচ চিনি
  16. ১ টেবিল চামচ কাচা মরিচ বাটা
  17. ৪ টা কাচা মরিচ চেড়া
  18. ১/২ চা চামচ গরম মসলা গুড়ো
  19. ৫ টেবিল চামচ সাদা তেল

রান্নার নির্দেশ

৫০ মিনিট
  1. 1

    প্রথমে চিকেন গুলো ধুয়ে নিতে হবে। এটা বোন সহ ও করা যায় আবার বোনলেস ও করা যায়

  2. 2

    ধনে পাতার মধ্যে ৪ টি কাচা মরিচ দিয়ে বেটে নিতে হবে।

  3. 3

    একটা বাটিতে চিকেন নিয়ে এর মধ্যে ২ টেবিল চামচ লেবুর রস, ১ টেবিল চামচ তেল, ৪ টেবিল চামচ ধনে পাতা বাটা, ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ পেয়াজ বাটা দিয়ে মাখিয়ে ১ ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে

  4. 4

    ১ ঘন্টা পর প্যানে ৪ টেবিল চামচ সাদা তেল দিয়ে গোটা গরম মসলা ও তেজ পাতা ফোড়ন দিয়ে ২ টেবিল চামচ পেয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে ম্যারিনেট করা চিকেন দিয়ে দিতে হবে

  5. 5

    এর মধ্যে হলুদ গুড়ো, মরিচ গুড়ো, জিরে গুড়ো, ধনে গুড়ো, লবণ, চিনি, দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখতে হবে ১০ মিনিট।

  6. 6

    ১০ মিনিট পর ঢাকনা তুলে কাচা লঙ্কা চেড়া, গরম মসলা গুড়ো, ১ টেবিল চামচ ধনে পাতা বাটা ও ১ কাপ জল দিয়ে নাড়াচাড়া করে আবার ৫ মিনিট ঢাকনা দিয়ে রাখতে হবে।

  7. 7

    ৫ মিনিট পর ঢাকনা তুলে নাড়াচাড়া করে আচ কমিয়ে আরো ৫ মিনিট ঢেকে রাখতে হবে

  8. 8

    ৫ মিনিট পর নামিয়ে পরিবেশন করতে হবে

Edit recipe
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shikha Paul
Shikha Paul @shikhapaul777

মন্তব্যগুলি

Similar Recipes