Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

  1. 1 কাপআলু সিদ্ধ করা
  2. 1 টিগাজর কুচি
  3. 1/2 কাপপেপে কুচি
  4. 1/4 কাপমুলা কুচি বা বাধাকপি কুচি
  5. 3 টিপেয়াজকুচি
  6. হলুদ গুরা অল্প
  7. 1/2 চা চামচমরিচগুরা
  8. 1/2 চা চামচধনেজিরাগুরা
  9. 1/2 চা চামচআদা ও রসুন বাটা
  10. লবণ
  11. কাচামরিচ ও ধনেপাতাকুচি
  12. গরম মসলা গুরা অল্প
  13. চিমটিসাদা গোলমরিচ গুরা
  14. তেল ভাজার জন্য
  15. রুটির জন্য
  16. 2 কাপময়দা
  17. লবণ
  18. পরিমানমত পানি
  19. 2 টিডিম
  20. ব্রেডক্রাম্ভ পরিমানমত

রান্নার নির্দেশ

  1. 1

    ময়দা,লবণ, 1 টি ডিম মিশিয়ে নিব পানি দিয়ে গুলে নিব পাটিসাপটা পিঠার থেকে একটু ভারি,ভাল করে মিশিয়ে নিব

  2. 2

    পেন গরম করে 1 চামচ গুলা দিয়ে দিব,একটু ভারি করে দিব,একপাশ হয়ে গেলে তাওয়া টা একটি চালনে উলটিয়ে দিলে পিঠা উঠে আসবে,কাঠি বা হাত দিয়ে তুলতে গেলে ভেংগে যাবে

  3. 3

    এভাবে সবগুলো বানিয়ে আলাদা আলাদা রেখে ঠান্ডা করে নিব বাতাসে ছরিয়ে রাখব

  4. 4

    তেল বাদে এরপর সবজির সব উপকরন একসাথে ভাল করে মাখিয়ে নিব

  5. 5

    একটি বাটিতে 3 টে চামচ ময়দা ও.পানি দিয়ে গুলে মিডিয়াম পাতলা করে টেপ বানিয়ে নিব

  6. 6

    রুটির সব সাইডে টেপ লাগিয়ে দিব,একসাইডে সবজি দিয়ে দিব,দুই সাইডে একটু ভাজ দিব যাতে চারকোনা হয়,সবজি যে পাশে রেখেছি সেই পাশের রুটি উলটিয়ে ভাজ দিয়ে রোল বানিয়ে নিব

  7. 7

    এবার 1 টি ডিম ফেটিয়ে নিব ডিম তে চুবিয়ে উঠিয়ে ব্রেডক্রাম্ভ এ গরিয়ে নিব,আমার ব্রেডক্রাম্ভ নেই তাই ময়দাতে গরিয়ে নিয়েছি

  8. 8

    তেল গরম করে ডুবো তেল এ লো আচে সময় নিয়ে ভেজে তুল লাল করে।

Edit recipe
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Asma Akter Tuli
Asma Akter Tuli @Asma_tuli

মন্তব্যগুলি

Similar Recipes