শীতের  সবজী দিয়ে সুজির বড়া।

C Naseem A
C Naseem A @cook_26638784

What's cooking this week challenge এ ধাঁধার উত্তরে আমি বানিয়েছি শীতের সব্জী দিয়ে সুজির বড়া। খেতে দারুন হয়েছে।

শীতের  সবজী দিয়ে সুজির বড়া।

What's cooking this week challenge এ ধাঁধার উত্তরে আমি বানিয়েছি শীতের সব্জী দিয়ে সুজির বড়া। খেতে দারুন হয়েছে।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

১/২ ঘন্টা।
৮-১০ জন।
  1. ১ কাপসুজি -
  2. ১/২ কাপবেশন-
  3. এক কাপ করেবাঁধাকপি, ফুলকপি ও গাজর কুচি-
  4. ১/২ কাপপেঁয়াজ কুচি-
  5. ১/২ কাপধনেপাতা কুচি-
  6. ১চা চা করেআদা ও রশুন পেষ্ট-
  7. ৩/৪ টাকাঁচা মরিচ কুচি-
  8. লবণ- স্বাদমত।
  9. তেল- ভাজার জন‍্য

রান্নার নির্দেশ

১/২ ঘন্টা।
  1. 1

    সুজি ও বেশন ছাড়া সবকিছু বাটিতে নিয়ে ভালো করে কচলে নিন। এবার সুজি তিনবারে দিয়ে কচলে মেশান। সুজি দেওয়া হলে বেশন দিন ও আবারও কচলে কচলে মেশান। কোন পানি লাগবে না। দশ মিনিট রেস্টে রাখুন।

  2. 2

    এবার এই মিশ্রনটি থেকে গোল গোল কাবাবের মত বড়া বানিয়ে নিন। ফ্রাইপ্যানে তেল দিন শ‍্যালো ফ্রাই করার জন‍্য। তেল গরম হলে বড়াগুলো দিয়ে মাঝারী লো আঁচে ভেজে তুলুন যাতে সব সবজী সিদ্ধ হয়।

  3. 3

    আস্তে আস্তে সবগুলো ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে ফেলুন। ব‍্যাস তৈরী হয়ে গেল মুচমুচে মজাদার সুজি সব্জীর বড়া! ভাতের সাথে অথবা এমনি এমনি খেতে ভালো লাগবে।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
C Naseem A
C Naseem A @cook_26638784

Similar Recipes