চিলি চিকেন

Rokhsana Chompa
Rokhsana Chompa @cook_28686282
Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

  1. 1 ম্যারিনিটের জন্য উপকরণ ও সময়: 15 -20 মিনিটস
  2. 500 গ্রামচিকেন কিউবস
  3. দেড় চা চামুচ করে আদা বাটা ও রসুন বাটা
  4. 1চা চামুচ জিরা পাউডার
  5. 1চা চামুচ কাশ্মীরি মরিচ পাউডার
  6. 1চা চামুচ ঝাল মরিচ পাউডার
  7. পরিমাণমতো বা স্বাদ মতো লবণ
  8. 2টেবিল চামুচ সয়া সস
  9. 2টেবিল চামুচ লেবুর রস
  10. 1/4চা চামুচ লেবুর চামড়া কোরানো (এটা অপশনাল)
  11. 1চা চামুচ গরম মশলা পাউডার
  12. 1/2 কাপময়দা
  13. সসের জন্য: - ধাপ 2
  14. 1/4 কাপটমেটো সস:
  15. 1/4 কাপচিলি সস:
  16. 2টেবিল চামুচ সয়া সস:
  17. 1 1/2চা চামুচ সাদা বা কালো গোলমরিচ পাউডার
  18. 2চা চামুচ ভিনেগার
  19. 2চা চামুচ চিনি
  20. 1/2চা চামুচ লবণ
  21. 1চা চামুচ টেস্টিং সল্ট
  22. রান্নার জন্য:- ধাপ 3
  23. 1 কাপপেঁয়াজ চৌক করে কাটা
  24. 3বা 4 টেবিল চামুচ তেল
  25. 1/2 কাপকরে বেল পেপারস্: লাল, সবুজ ও হলুদ ক্যাপসিকাম
  26. 3/4চা চামুচ করে আদা ও রসুন বাটা বা কুচি
  27. 3বা 4 টা কাঁচা মরিচ ফালি বা দুই টুকরো করা
  28. 3/4 কাপপানি
  29. 2টেবিল চামুচ করে কর্ণ ফ্লাওয়ার,ও পানি
  30. 1/4 কাপপেঁয়াজ কলি

রান্নার নির্দেশ

  1. 1

    প্রথমে চিকেন গুলি কে ম্যারিপিট করতে হবে ধাপ 1 এর মশলা গুলো দিয়ে এবং ডুবা তেলে ফ্রাই করতে হবে । ফ্রাই হলে উঠিয়ে এক পাশে রাখতে হবে ।

  2. 2

    এবার সস তৈরি করতে হবে, ধাপ 2 এর সব উপকরণ দিয়ে এবং ভালো করে মিক্স করে এক পাশে রাখতে হবে

  3. 3

    এবার রান্না করতে হবে । রান্নার জন্য একটা প্যান এ তেল দিয়ে গরম করে তাতে চৌক করে কাটা পেঁয়াজ দিয়ে এক মিনিট ভাজতে হবে এবার এতে আদা ও রসুন কুচি বা বাটা দিয়ে 2 মিনিট ভাজতে হবে। ভাজা হলে এত একে একে ক্যাপসিকাম গুলো দিয়ে আরও এক দুই মিনিট ভাজতে হবে ।এবার এতে কাঁচা মরিচ ও তৈরি করা সস টা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে ।এবার এতে পৌনে 1 কাপ দিয়ে মিশিয়ে ফুটে ওঠার জন্য অপেক্ষা করতে হবে ।চুলের আঁচ আগে থেকেই হাই তে রাখতে হবে ।

  4. 4

    এবার একটা ছোট বাটিতে কর্ণ ফ্লাওয়ার ও পানি মিশিয়ে নিতে হবে । মিশিয়ে নিয়ে কর্ণ ফ্লাওয়ারের মিশ্রণ টা চিকেনে ঢেলে দিতে হবে । গ্রেভী যদি বেশি ঘন হয়ে যায় তাহলে এতে অল্প পানি মিশিয়ে গ্রেভী টা একটু পাতলা করে নিতে হবে ।এখন ভেজে রাখা চিকেন গুলো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে । চিকেন যখন গ্রেভীর সাথে মিক্স হয়ে যাবে তখন এতে পেঁয়াজ কলি দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে 1মিনিট রান্না করে নামিয়ে নিতে হবে ।আপনি আপনার পছন্দ তা মত পরিবেশন করতে পারেন ।

Edit recipe
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rokhsana Chompa
Rokhsana Chompa @cook_28686282

মন্তব্যগুলি

Similar Recipes