সব্জি খিচুরি:

Alyea Fardous
Alyea Fardous @alyeafardous
প্যারিস

#happy
সব্জি খিচুরি আমার অনেক অনেক পছন্দের খাবার । বৃষ্টি দিন বা রান্না সহজ করতে চাইলে ডিম ভাজি বা ভর্তার সাথে ভীষন মজা এই সব্জি খিচুরি।খুব সহজেই ঘরে থাকা সব্জি দিয়ে এই সুবস্বাদু রান্নাটি করতে পারেন।

সব্জি খিচুরি:

#happy
সব্জি খিচুরি আমার অনেক অনেক পছন্দের খাবার । বৃষ্টি দিন বা রান্না সহজ করতে চাইলে ডিম ভাজি বা ভর্তার সাথে ভীষন মজা এই সব্জি খিচুরি।খুব সহজেই ঘরে থাকা সব্জি দিয়ে এই সুবস্বাদু রান্নাটি করতে পারেন।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

৪৫ মিনিট
২ জনের জন্য
  1. ২কাপ চাল ভিজিয়ে রাখা।
  2. আপনার পছন্দ মত সব্জি(আলু,গাজর,বরবটি,মটর সুটি,) দেড় কাপ পরিমান।
  3. ১/২ কাপ পেয়াজ কুচিঁ-পরিমান।
  4. ১ টেবিল চামচআদা-রসুন বাটা
  5. ১/২ চা চামচহলুদ গুঁড়া
  6. পরিমান মতলবন
  7. চার কাপপানি
  8. ২ টি কাচামরিচ কুচি
  9. ১/২ চা চামচআস্ত জিরা
  10. তিন টেবিল চা চামচতেল

রান্নার নির্দেশ

৪৫ মিনিট
  1. 1

    প্থমে সব্জি গুলো কে ভালো ভাবে ধুয়ে কেটে নিতে হবে।

  2. 2

    চাল টাকে ভালো ভাবেধুয়ে নিতে চালনিতে ঝরিয়ে নিতে হবে।

  3. 3

    এবার একটি রান্না করার পাতিল বা সস প্যানে পরিমান মত তেল দিয়ে হাল্কা আঁচে আস্ত জিরা দিয়ে নারতে হবে।

  4. 4

    এর পর পিয়াজ কুচি আর আদা রসুন বাটা দিয়ে হাল্কা ভেজে নিতে হবে।

  5. 5

    ভাজা হলে তাতে কাটা সব্জি গুলো দিয়ে সুন্দর করে ভাজতে হবে হাল্কা আঁচে।

  6. 6

    এবার হলুদ গুরা আর লবন দিয়ে ভালো ভাবে আবারও ভেজে নিতে হবে।

  7. 7

    এখন সব্জিতে চাল গুলো দিয়ে ভালো ভাবে নেরে একটু ভেজে নিতে হবে।

  8. 8

    এবার পরিমান মত পানি ও কাচামরিচ দিয়ে রান্না করা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

  9. 9

    ব্যাস হয়ে গেলো মজাদার সব্জি খিচুরি। খুবই অল্প সময়ে তৈরি করা এই সব্জি খিচুরি চট করে রান্না করা যায় আপনারা চাইলে বাটার বা অলিভ অয়েল দিয়েওরান্না করতে পারবেন।আশা করি সবার রেসেপিটি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে ।

Edit recipe
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Alyea Fardous
Alyea Fardous @alyeafardous
প্যারিস

মন্তব্যগুলি

Similar Recipes