ঝাল পিঠা

Saima Islam
Saima Islam @cook_27191884

ঝাল পিঠা

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

১ঘন্টা
৪জন
  1. ২ কাপচালের গুড়া
  2. ১টাডিম
  3. আধা কাপময়দা
  4. তেল ভাজার জন্য
  5. এক চিমটি বেকিং পাউডার
  6. আধা চা চামচলবণ
  7. পেঁয়াজ,কাচামরিচ, ঝাল আন্দাজ মত
  8. ২ টেবিল চামচধনেপাতা কুচি

রান্নার নির্দেশ

১ঘন্টা
  1. 1

    প্রথমে চালের গুড়া,ময়দা আর লবণ সামান্য পানি দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে।এতে পিঠাটা ভালো হয়।

  2. 2

    এরপর এই গোলাটার মদ্ধে ডিম,পেয়াজ,মরিচ, ধনেপাতা কুচি এবং ডিম দিয়ে মেখে নিতে হবে,এরমদ্ধে বেকিং পাউডার ও দিয়ে দিতে হবে। গোলাটা মুটামুটি ঘন করে নিতে হবে।

  3. 3

    এরপর ডুবো তেলে অল্প আঁচে চামচের সাহায্যে চালের গোলার মিশ্রণ টা নিয়ে ভেজে নিতে হবে।ব্যাস হয়ে গেল ঝাল ঝাক তেলের পিঠা।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Saima Islam
Saima Islam @cook_27191884

Similar Recipes