শীতের সবজি দিয়ে নিরামিষ/ ঝাল সবজি

Asma Akter Tuli
Asma Akter Tuli @Asma_tuli

এতো মজা হয়েছিল একবারের জায়গায় দুবাই খাইছি সবজি দিয়ে ভাত😋এখন পেট গুটুরগুটুর করে🙈🤣

শীতের সবজি দিয়ে নিরামিষ/ ঝাল সবজি

এতো মজা হয়েছিল একবারের জায়গায় দুবাই খাইছি সবজি দিয়ে ভাত😋এখন পেট গুটুরগুটুর করে🙈🤣

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

  1. 1 টিফুলকপি
  2. 2 কাপসিম
  3. 1 কাপআলু
  4. কাপমূলা দের
  5. 2 কাপপেপে
  6. 4 টিটমেটো
  7. 3 টিপেয়াজ কুচি
  8. কাচামরিচ ও ধনেপাতা স্বাদমত
  9. লবন স্বাদমত
  10. 1 চা চামচহলুদ গুরা
  11. 1 চা চামচমরিচগুরা
  12. 1/2 চা চামচধনে ও জিরা গুরা
  13. 1 চা চামচআদা ও রসুন বাটা
  14. তেল পরিমান মত
  15. 2 টিতেজপাতা
  16. 2 টিএলাচ ও দারচিনি

রান্নার নির্দেশ

  1. 1

    টমেটো ছারা সবগুলো সবজি কেটে ধুয়ে 1 কাপ পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিব

  2. 2

    আরেকটি করাইতে তেল গরম করে পেয়াজকুচি ভেজে নিব এলাচ দারচিনি ও তেজপাতা দিয়ে বাদমি রং আসলে সব উপকরন মসলা দিয়ে কষিয়ে নিব,সবজিগুলো সিদ্ধ হলে মসলার করাইতে ঢেলে দিব,কাচামরিচ ফেরে দিয়ে দিব

  3. 3

    নেরেচেরে দিব,টমেটোগুলো চার টুকরো করে দিয়ে দিব,লবন দেখে নিব.পানির প্রয়োজন হলে অল্প দিয়ে দিব তারপর ঢেকে রান্না করবো

  4. 4

    মাঝে মাঝে নেরেচেরে দিব সবজিগুলো পানি শুকিয়ে মাখা মাখা হলে ধনেপাতাকুচি ছরিয়ে দিয়ে মিশিয়ে নামিয়ে নিব

  5. 5

    রুটি,পরোটা,ভাত, পোলাউ সবকিছু দিয়েই খেতে ভাল লাগে।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Asma Akter Tuli
Asma Akter Tuli @Asma_tuli

Similar Recipes