ফুলকপি কাতলা (phulkopi katla recipe in Bengali)

Mahua Dhol
Mahua Dhol @cook_18433256

ফুলকপি কাতলা (phulkopi katla recipe in Bengali)

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

  1. 7 পিসকাতলা মাছ
  2. 8 টাফুলকপির টুকরো
  3. 4 টুকরোআলু
  4. 1 চা চামচআদা বাটা
  5. 2 টিটমেটো
  6. 2 চা চামচধনে গুঁড়ো
  7. 2 চা চামচজিরে গুঁড়ো
  8. 2 চা চামচলঙ্কা গুঁড়ো
  9. 1 চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  10. 2 টিকাঁচালঙ্কা
  11. 1 চা চামচহলুদ গুঁড়ো
  12. 1 চা চামচগোটা গরম মসলা
  13. 2 টিতেজপাতা
  14. 1 চা চামচগোটা জিরে
  15. 1 চা চামচগরম মশলা গুড়ো
  16. 1 চা চামচটক দই
  17. 1 চা চামচঘি
  18. পরিমাণ মতো সর্ষের তেল রান্নার জন্য
  19. স্বাদ মতো নুন ও চিনি

রান্নার নির্দেশ

  1. 1

    কাতলা মাছে নুন, হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নিলাম। সব সবজি, মশলা গুছিয়ে নিলাম।

  2. 2

    গুড়ো মশলা গুলো আর টক দই সব জল দিয়ে গুলে নিলাম। মাছ ভাজা তেলের মধ্যে গোটা গরম মসলা, তেজপাতা, আর জিরে ফোরণ দিয়ে ফুলকপি আর আলু খুব ভালো করে ভেজে নিলাম।

  3. 3

    ফুলকপি,আলু ভাজা হলে তার মধ্যে টমেটো, আদা বাটা, সব মসলা নুন অল্প চিনি দিয়ে খুব ভালো করে কোষলাম তারপর দিলাম উষ্ণ গরম জল।

  4. 4

    ঝোল পুরো পুরি হয়ে গেলে তার মধ্যে মাছ ভাজা গুলো দিয়ে ভালো করে ফুটিয়ে ঘি, গরম মসলা গুঁড়ো দিয়ে নামিয়ে পরিবেশন করলাম।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Mahua Dhol
Mahua Dhol @cook_18433256

Similar Recipes