ছানার ডালনা(Chanar dalna recipe in Bengali)

Kasturee Saha
Kasturee Saha @kasturee_saha44

#ফেব্রুয়ারি৩

ছানার ডালনা(Chanar dalna recipe in Bengali)

#ফেব্রুয়ারি৩

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

১ ঘন্টা ৩০মিনিট
৩ জন
  1. ৫০০মিলি দুধ
  2. ১ টি লেবু
  3. ১ টি আলু সেদ্ধ
  4. ২ টি পেঁয়াজ
  5. ১ টি টমেটো
  6. ৫-৬ কোয়া রসুন
  7. ১ ইঞ্চিআদা
  8. ২০ টি কাজু
  9. ১৫ টি কিসমিস
  10. ৩-৪ চা চামচ কর্নফ্লাওয়ার
  11. ১/২ চা চামচ গুঁড়ো লঙ্কা
  12. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  13. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  14. স্বাদ মতনুন
  15. ১ চিমটি বাকিং সোডা
  16. ১ চা চামচ কসুরি মেথি
  17. ৫-৬ টা ছোট এলাচ
  18. ৮-১০ টি গোটা গোলমরিচ
  19. ৪ চা চামচ ঘি
  20. পরিমাণ মতসাদা তেল
  21. ১/২ চা চামচ গোটা জিরা
  22. ১ টা তেজপাতা

রান্নার নির্দেশ

১ ঘন্টা ৩০মিনিট
  1. 1

    প্রথমে দুধ ফুটিয়ে নিতে হবে।ওতে লেবুর রস দিয়ে ছানা কাটিয়ে নিতে হবে।এবং জল ঝরিয়ে নিতে হবে।

  2. 2

    এবার ছানা তে আলু সেদ্ধ,নুন,বাকিং সোডা,কর্নফ্লাওয়ার দিয়ে মুলায়ম করে মেখে নিন।

  3. 3

    ওখান থেকে ছোট ছোট বল কেটে নিয়ে মাঝে একটু গর্ত করে ওর মধ্যে কুচি করা কাজু,কিসমিস দিয়ে, মুখ বন্ধ করে, ভালো করে গোল পাকিয়ে রেখে দিন।কিছুটা কাজু কুচি দিতে হবে, বাকি টা রেখে দেব,পরে ব্যবহার এর জন্য।

  4. 4

    কাজু কিসমিস এর পুর দেয়া ছানার বল গুলো কর্নফ্লাওয়ার এ মাখিয়ে নিতে হবে।

  5. 5

    তারপর ছানার বল গুলো ডুবো তেলে ভেজে তুলে নিন।ছানার বল তৈরি,এবার ডালনা টা বানাতে হবে।

  6. 6

    একটা কড়াইতে ঘি ও ২ চা চামচ সাদা তেল দিয়ে, ওতে গোটা জিরা, তেজপাতা ও গোটা গোলমরিচ ফরণ দিতে হবে।আগে থেকে পেঁয়াজ, আদা,রসুন ও টমেটো মোটা করে কেটে নিতে হবে।মিহি কুচনোর দরকার নেই।এবার ফরণ দেয়ার পর ওর মধ্যে পেঁয়াজ, আদা,রসুন দিয়ে ভাজতে হবে।এবার হলুদ,লঙ্কা গুঁড়ো,ধনে গুড়ি দিয়ে ভেজে টম্যাটো ও বাকি কাজু দিয়ে ভাজতে হবে।ভালো করে ভেজে জল ঢেলে ফোটাতে হবে।

  7. 7

    সব টা ফুটে গেলে ঠান্ডা করে মিক্সার এ দিয়ে, বেটে নিতে হবে।

  8. 8

    এবার একই কড়াইতে বেটে রাখা মিশ্রণ টা ঢেলে দিয়ে,মিক্সার ধুয়ে জল ও নুন দিয়ে ভালো করে আবার ফোটাতে হবে।

  9. 9

    তারপর ভাজা ছানার বল গুলো ডালনা ফুটে গেলে ওতে দিয়ে একবার ফুটিয়ে নামিয় নিন।

  10. 10

    এবার গরম গরম রুটি,পরোটা বা ভাত এর সঙ্গে পরিবেশন করুন।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Kasturee Saha
Kasturee Saha @kasturee_saha44

মন্তব্যগুলি

Similar Recipes