নিরামিষ চিড়ার পোলাও

Shikha Paul
Shikha Paul @shikhapaul777

নিরামিষ চিড়ার পোলাও

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

১৫ মিনিট
৪জন
  1. ২৫০ গ্রাম চিড়া
  2. ১/২ কাপ আলু টুকরো
  3. ১/২ কাপ গাজর টুকরো
  4. ১/২ কাপ ফুলকপি টুকরো
  5. ৪টি কাঁচামরিচ
  6. ২টেবিল চামচ চিনেবাদাম
  7. ১টেবিল চামচ কাজু বাদাম
  8. ১টেবিল চামচ কিসমিস
  9. ১টি করে তেজপাতা +শুকনো মরিচ
  10. ১চা চামচ গোটা জিরে
  11. কারিপাতা
  12. আদা কুচি
  13. চিনি লবণ ঘি তেল
  14. গোটা গরম মসলা

রান্নার নির্দেশ

১৫ মিনিট
  1. 1

    চিড়া ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে।

  2. 2

    আলু গাজর ফুলকপি ছোট টুকরো করে কেটে নিতে হবে।

  3. 3

    প্যানে তেল গরম হলে বাদাম, কাজুবাদাম ও কিসমিস ভেজে তুলে রাখতে হবে।

  4. 4

    ঐ তেলে শুকনো মরিচ,গোটা জিরে,, তেজপাতা, গোটা গরম মসলা, আদাকুচি, কারিপাতা ফোড়ন দিয়ে সব সবজি ও কাঁচামরিচ ভাজতে হবে।

  5. 5

    এখন এর মধ্যে জল ঝরিয়ে রাখা চিড়ে লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভাজা বাদাম চিনি ও ঘি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Shikha Paul
Shikha Paul @shikhapaul777

Similar Recipes