ব্রেড মালাই ক্ষীর রোল (Bread malai kheer recipe in Bengali)

Priyodarshini Negel
Priyodarshini Negel @cook_28040912
Naihati

#মা২০২১

মা মিষ্টি খেতে খুব ভালোবাসে। তাই মার জন্য আজ মিষ্টি বানালাম।মা কে নিয়ে কথা হয়ত শেষ হবে না। তার অবদান জিবনে বলে শেষ করার নয়। সত্যি বলতে তার বর্ণনার ভাষা আমার জানা নেই ।

ব্রেড মালাই ক্ষীর রোল (Bread malai kheer recipe in Bengali)

#মা২০২১

মা মিষ্টি খেতে খুব ভালোবাসে। তাই মার জন্য আজ মিষ্টি বানালাম।মা কে নিয়ে কথা হয়ত শেষ হবে না। তার অবদান জিবনে বলে শেষ করার নয়। সত্যি বলতে তার বর্ণনার ভাষা আমার জানা নেই ।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

৩০ মিনিট
৪ জন
  1. ৪টেব্রেড
  2. ১/২লিটারদুধ
  3. পরিমাণ মতোকাজু কিশমিশ কুচি
  4. ২০০ গ্রামচিনি
  5. ৪ টেছোট এলাচ গুঁড়ো
  6. ১০০ গ্রামগুঁড়ো দুধ
  7. ১০০ গ্রাম খোয়া ক্ষীর
  8. প্রয়োজন মতচেরি সাজানোর জন্য

রান্নার নির্দেশ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে ব্রেড - র চার পাশে কেটে নিতে হবে

  2. 2

    তারপর অল্প জলে ছিটে দিয়ে বেলে নিতে হবে

  3. 3

    গ্যাস এ দুধ ঘন করে জলে দিতে হবে।

  4. 4

    দুধ ঘন হয়ে গেলে তারপর গুঁড়ো দুধ,চিনি,এলাচ গুঁড়ো,অল্প কাজু কিশমিশ কুচি দিয়ে দুধ টা আরও ঘন করতে হবে।

  5. 5

    ব্রেডের মধ্যে খোয়া ক্ষীর,কাজু কিশমিশ দিয়ে রোল তৈরি করতে হবে

  6. 6

    একটা প্লেটে ঘন দুধ রেখে তারপর ওপরে রোল গুলো সাজিয়ে ওপর দিয়ে আবার দুধ টা দিয়ে দিতে হবে

  7. 7

    তারপর এলাচ গুঁড়ো আর চেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Priyodarshini Negel
Priyodarshini Negel @cook_28040912
Naihati

মন্তব্যগুলি

Similar Recipes