মিক্সড নরম খিচুড়ি। Mixed Soft Khichuri(Hodgepodge)

C Naseem A
C Naseem A @cook_26638784

নরম খিচুড়ি খুব সুস্বাদু ও পেটের জন‍্য খুবই সহজপাচ‍্য। বৃষ্টি বাদলার দিনে তো খিচুড়ি হলে কোন কথাই নেই। আমি নরম খিচুড়িতে একটু বিশেষত্ব এনেছি এতে মুরগীর মাংস, গাজর ও ক‍্যাপসিকাম যোগ করে। এর ফলে এর স্বাদতো বেড়ে গেলই, তাছাড়া হয়ে গেল একটা সম্পূর্ণ খাবার।
# Happy.

মিক্সড নরম খিচুড়ি। Mixed Soft Khichuri(Hodgepodge)

নরম খিচুড়ি খুব সুস্বাদু ও পেটের জন‍্য খুবই সহজপাচ‍্য। বৃষ্টি বাদলার দিনে তো খিচুড়ি হলে কোন কথাই নেই। আমি নরম খিচুড়িতে একটু বিশেষত্ব এনেছি এতে মুরগীর মাংস, গাজর ও ক‍্যাপসিকাম যোগ করে। এর ফলে এর স্বাদতো বেড়ে গেলই, তাছাড়া হয়ে গেল একটা সম্পূর্ণ খাবার।
# Happy.

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

১ ঘন্টা।
৬/৭জন।
  1. ২কাপপোলাও এর চাল-
  2. ১কাপমুগ ও মশুর ডাল মিশানো-
  3. ১টামুরগী- ছোট টুকরা করে কাটা।
  4. ১কাপগাজর টুকরা-
  5. ১/২কাপক‍্যাপসিকাম কুচি -
  6. ১ কাপপেঁয়াজ কুচি
  7. ১ চামচ করেমরিচ, হলুদ, ধনে, জিরা,-
  8. ২ চা চা করেআদা রসুন পেস্ট -
  9. ৫/৬ টাকাঁচা মরিচ -
  10. ৩টে চাতেল-
  11. ৩ + ৬ + ৩ টাদারচিনি +এলাচি + তেজপাতা
  12. ১ চা চামেথি দানা-
  13. ২ টে চাঘি-
  14. লবণ- স্বাদমত।
  15. পানি- প্রয়োজন মত।

রান্নার নির্দেশ

১ ঘন্টা।
  1. 1

    প্রথমে চাল ও ডাল একসাথে মিশিয়ে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন আধা ঘন্টার জন‍্য। মুরগী ছোট ছোট টুকরা করে নিন। ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।

  2. 2

    চূলায় কড়াই বসিয়ে তেল দিন। গরম হলে গরম মশলা অর্ধেক দিন। এরপর পেঁয়াজ দিন। একটু নেড়েচেড়ে অর্ধেক আদা রশুন ও একটু হলুদ বাকী রেখে সব গুড়া মশলা দিন। অল্প অল্প পানি দিয়ে মশলা কষান। কষানো হলে মুরগী ও লবণ দিন ও কিছুক্ষণ কষিয়ে ঢেকে দিন। একই সাথে আরেকটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করতে বসান।

  3. 3

    ভেজানো চালডাল একটি ডেকচীতে নিয়ে তাতে লবণ,
    আদা রসুন পেস্ট, গরম মশলা, আধা চামচ হলুদ ও ১ টে চা তেল দিন। এদিকে মুরগী আধা সিদ্ধ হয়ে আসলে তাতে গাজর দিয়ে দিন। নেড়েচেড়ে আবার ঢেকে দিন। আরেকটি চূলায় চালডালের ডেকচি বসিয়ে তাতে পরিমাণ মত গরম পানি ঢেলে দিয়ে ঢেকে দিন।

  4. 4

    ইতিমধ্যে মুরগী রান্না হয়ে গেলে চূলা বন্ধ করে দিন। খিচুড়ী মাঝে মাঝে নেড়ে দিন। যখন নরম হয়ে আসবে তখন ঘুটনি দিয়ে একবার ঘুটে দিন। এবার এতে রান্না করা মুরগী ঢেলে ভালো করে মিশিয়ে দিন। এবার আঁচ ধীমা করে ঢেকে দিন।

  5. 5

    দশ মিনিট পরে লবণ চেখে ক‍্যাপসিকাম, কাঁচা মরিচ ও আধা চামচ মেথি দানা দিয়ে নেড়ে দেবেন। একটি ফ্রাইপ্যানে ঘি দিন। গরম হলে আধা চা চামচ মেথি ও দুই টে চামচ পেঁয়াজ দিয়ে বাদামী করে ভাজুন। ভাজা হয়ে গেলে ঢাকনা খুলে খিচুড়ির উপর ঢেলে দিন ও নেড়ে দিন ঢেকে দিন। ব‍্যাস হয়ে গেল সুস্বাদু সুগন্ধি মিক্সড নরম খিচুড়ি। উপভোগ করুন আপনার পছন্দসই যেকোন ভুনা তরকারী অথবা ডিম ওমলেটের সাথে! সাথে আচার নিতে ভুলবেন না!

  6. 6
  7. 7
Edit recipe
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
C Naseem A
C Naseem A @cook_26638784

Similar Recipes