মিক্সড নরম খিচুড়ি। Mixed Soft Khichuri(Hodgepodge)

নরম খিচুড়ি খুব সুস্বাদু ও পেটের জন্য খুবই সহজপাচ্য। বৃষ্টি বাদলার দিনে তো খিচুড়ি হলে কোন কথাই নেই। আমি নরম খিচুড়িতে একটু বিশেষত্ব এনেছি এতে মুরগীর মাংস, গাজর ও ক্যাপসিকাম যোগ করে। এর ফলে এর স্বাদতো বেড়ে গেলই, তাছাড়া হয়ে গেল একটা সম্পূর্ণ খাবার।
# Happy.
মিক্সড নরম খিচুড়ি। Mixed Soft Khichuri(Hodgepodge)
নরম খিচুড়ি খুব সুস্বাদু ও পেটের জন্য খুবই সহজপাচ্য। বৃষ্টি বাদলার দিনে তো খিচুড়ি হলে কোন কথাই নেই। আমি নরম খিচুড়িতে একটু বিশেষত্ব এনেছি এতে মুরগীর মাংস, গাজর ও ক্যাপসিকাম যোগ করে। এর ফলে এর স্বাদতো বেড়ে গেলই, তাছাড়া হয়ে গেল একটা সম্পূর্ণ খাবার।
# Happy.
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চাল ও ডাল একসাথে মিশিয়ে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন আধা ঘন্টার জন্য। মুরগী ছোট ছোট টুকরা করে নিন। ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।
- 2
চূলায় কড়াই বসিয়ে তেল দিন। গরম হলে গরম মশলা অর্ধেক দিন। এরপর পেঁয়াজ দিন। একটু নেড়েচেড়ে অর্ধেক আদা রশুন ও একটু হলুদ বাকী রেখে সব গুড়া মশলা দিন। অল্প অল্প পানি দিয়ে মশলা কষান। কষানো হলে মুরগী ও লবণ দিন ও কিছুক্ষণ কষিয়ে ঢেকে দিন। একই সাথে আরেকটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করতে বসান।
- 3
ভেজানো চালডাল একটি ডেকচীতে নিয়ে তাতে লবণ,
আদা রসুন পেস্ট, গরম মশলা, আধা চামচ হলুদ ও ১ টে চা তেল দিন। এদিকে মুরগী আধা সিদ্ধ হয়ে আসলে তাতে গাজর দিয়ে দিন। নেড়েচেড়ে আবার ঢেকে দিন। আরেকটি চূলায় চালডালের ডেকচি বসিয়ে তাতে পরিমাণ মত গরম পানি ঢেলে দিয়ে ঢেকে দিন। - 4
ইতিমধ্যে মুরগী রান্না হয়ে গেলে চূলা বন্ধ করে দিন। খিচুড়ী মাঝে মাঝে নেড়ে দিন। যখন নরম হয়ে আসবে তখন ঘুটনি দিয়ে একবার ঘুটে দিন। এবার এতে রান্না করা মুরগী ঢেলে ভালো করে মিশিয়ে দিন। এবার আঁচ ধীমা করে ঢেকে দিন।
- 5
দশ মিনিট পরে লবণ চেখে ক্যাপসিকাম, কাঁচা মরিচ ও আধা চামচ মেথি দানা দিয়ে নেড়ে দেবেন। একটি ফ্রাইপ্যানে ঘি দিন। গরম হলে আধা চা চামচ মেথি ও দুই টে চামচ পেঁয়াজ দিয়ে বাদামী করে ভাজুন। ভাজা হয়ে গেলে ঢাকনা খুলে খিচুড়ির উপর ঢেলে দিন ও নেড়ে দিন ঢেকে দিন। ব্যাস হয়ে গেল সুস্বাদু সুগন্ধি মিক্সড নরম খিচুড়ি। উপভোগ করুন আপনার পছন্দসই যেকোন ভুনা তরকারী অথবা ডিম ওমলেটের সাথে! সাথে আচার নিতে ভুলবেন না!
- 6
- 7
কুকস্ন্যাপগুলি
আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!
Similar Recipes
-
-
-
-
-
-
-
ক্যাপসিকাম ও কাজুবাদাম দিয়ে মশলাদার মুরগী।
মীট ম্যানিয়া২ তে আমি পরিবেশন করছি মুরগী দিয়ে একটি সুস্বাদু কারী -ক্যাপসিকাম ও কাজুবাদাম দিয়ে মশলাদার মুরগী বা Spicy chicken with capsicum and cashewnut. C Naseem A -
-
-
-
চিকেন দোপেঁয়াজা
আমি ও আমার বাসার কেউ ই বেশী ঝাল খেতে পারিনা। তাই আমি আমার নিজস্ব পন্হায় কম মশলা দিয়ে মুরগীর এই সহজ সুস্বাদু ডিশ তৈরী করেছি। পোলাও, সাদা ভাত সবকিছুর সাথে এই তরকারীটি খাওয়া যায়। C Naseem A -
মুড়িঘণ্ট বা মুড়োঘণ্ট।
বাঙালীর কাছে মাছের মাথা খুব প্রিয়। মাছের মাথা এমনি ভুনে খাওয়া যায় অথবা মাছের ঝোল তরকারির সাথেও একসাথে রান্না করে খাওয়া যায়। আরেকটা পদ্ধতি হলো মুগডাল ও সামান্য চাল দিয়ে সব মশলা সহযোগে রান্না করা যাকে আমরা চলতি কথায় মুড়িঘন্ট বলি যদিও এখানে মুড়ির কোন ভূমিকা নেই। মাছের মাথাকে মুড়ো বলে তাই আসল নাম হচ্ছে মুড়ো ঘণ্ট! ইংরেজিতে নাম Fish head curry with moong daal. C Naseem A -
-
-
-
-
-
-
-
মুর্গ হারিয়ালী বা শ্যামলী মুরগী।Green Chicken
মুরগী আমরা নানাভাবে রাঁধি। এটা আমাদের খাদ্যতালিকায় একটি গুরুত্বপূর্ণ অংশ দখল করে আছে। একটু মুখ বদলানোর জন্য প্রতিদিনের সাধারন মশলা না দিয়ে প্রচুর ধনেপাতা আর দই দিয়ে সুস্বাদু আর স্বাস্থ্যকর এই রেসিপি টি আমি মাঝে মাঝে তৈরী করি। আশা করি আপনাদের ভালো লাগবে। C Naseem A -
-
-
-
ইলিশের মাথা ও লেজ দিয়ে আমড়ার টক।
গরমের দিনে টক রান্না করে খেলে শরীরে একটা প্রশান্তি আনে, মন তৃপ্ত হয়। তাছাড়া ভিটামিন সি তে ভরপূর থাকে এই টক যা শরীরের জন্য ও খুব উপকারী। টক রান্নায় সাধারণত মাথা ও অন্যান্য কম ব্যবহৃত টুকরা যেমন লেজ, পেছনের ছোট টুকরা ব্যবহার হয়। আমরা এটাকে খাট্টা বলি। C Naseem A -
রুবি রুই। Ruby Rahu
মাস্টার শেফ অস্ট্রলিয়াতে কিশোয়ার চৌধুরীর একটা ডিশ ছিল রুবি চিকেন। ডিশটা আমার দেখে খুব ভালো লেগেছিল। রেসিপি টা পাইনি তবে অন্য একটা রেসিপি দেখেছি। সেটা দেখে মোটামুটি আইডিয়া করে আমি নিজের মত করে রুই মাছ দিয়ে এই ডিশটা করেছি। প্রথমবার করেছিতো তাই অত পারফেক্ট হয়নি, ইনশাআল্লাহ সামনে আরো সুন্দর করে করতে পারব। তবে খেতে বেশ ভালো লেগেছে।#Happy C Naseem A -
-
-
ভেজিটেবল খিচুড়ি
#happyআমি বিভিন্ন রকম সবজি দিয়ে নরম খিচুড়ি করেছি,পুষ্টি, গুনে ভরা এই খিচুড়ি খেতেও অতুলনীয়। 💞💞 Khaleda Akther -
নরম খিচুরি (ব্রেকফাস্ট স্পেশাল)
এই খাবারটি আমার বাবার অনেক পছন্দ। প্রতি শুক্রবার নাস্তায় এই খাবারটি আমাদের ঘড়ে তৈরি করা হয়। আমার বিয়ের পর বাবা আমার বাসায় থাকতে আসে তখন বাবার জন্যই এই রেসিপিটি আমার মা এর থেকে শেখা।#happy Syma Huq -
বাবার প্রিয় সবজি খিচুড়ি ❤
বাবা ❤ - বলতে গেলে এটা এখন মনে হলেই চোখ ছলছল করে। বাবা আমার অনেক অনেক এক্সট্রা অরডিনারি মানুষ ছিলেন। বাবা জানতেন না এমন কিছু হয়ত কখনো পাইনি। এত বই পড়তেন যে তার সামনে কিছু বলে বিপদে না পরি এই ভয়ে থাকতাম ☺বাবা যেমন গুনি ছিলেন তেমনি অতিরিক্ত সিম্পল ছিলেন। তার প্রিয় খাবার ছিল সবজি ... আর স্পেশাল দিনে পছন্দের খাবার ছিল সবজি খিচুড়ি। এটা দেখলেই তার ফেস একদম পাল্টে যেত। খুব খুশি হতেন। এর সাথে ডিম বা কিছু? কিচ্ছু না শুধু সবজি খিচুড়ি হলেই হত। খাবারের ব্যাপারেও প্রয়োজনের চেয়ে বেশি কোন কিছুই তার পছন্দ ছিল না। আমার বাবা। কাল বৃষ্টিরদিনে তার প্রিয় খাবার রান্না করে খেলাম সবাই। বাপ্পা ঝাল তেমন খেতেন না তাই এই রেসিপিও দিলাম কম ঝালের খিচুরি! Farzana Mir
More Recipes
মন্তব্যগুলি (2)